দেশের খ্যাতিমান হাদীস বিশারদ, লিখক ও গবেষক শায়খুল হাদীস আল্লামা জুনাইদ বাবুনগরীর মত বিদগ্ধ আলেম, বিচক্ষণ ও সুদক্ষ কর্মবীরকে দারুল উলুম হাটহাজারী মাদরাসার সহকারীপরিচালক পদে মনোয়ন দেয়ায় মজলিশে শূরাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে বাহরাইনের আন্তর্জাতিক দাওয়াতি সংস্থা ডিস্কভার ইসলামের বাংলা গ্রুপ।
সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম কওমি মাদরাসা দারুল উলুম হাটহাজারীর মজলিশে শূরা সময়ের প্রেক্ষাপটের যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে তা ইতিহাসের পাতায় যুগযুগ ধরে স্বরণীয় হয়ে থাকবে।
আল্লামা জুনাইদ বাবুনগরী সর্বমহলে পরিচিত ও গ্রণযোগ্য একজন বিদগ্ধ আলেমে দ্বীন।
জীবনের বিরাট একটি অংশ যিনি হাদীসে রাসুলের খিদমতে নিয়োজিত থাকেন। সহীহ বুখারী থেকে নিয়ে হাদীসের প্রায় বিশুদ্ধ গ্রন্থ গুলোর তিনি দরস দিয়ে আসছেন অত্যন্ত সুনামের সহিত।
দেশের শীর্ষ এ আলেমের বিরুদ্ধে আজ যারা মিডিয়ার মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত নিউজ পাবলিশ করায় সংগঠনটি তীব্র নিন্দাও জানিয়েছে।
এ দিকে বাহরাইন ডিস্কভারের দাওয়া বিভাগের প্রধান আল্লামা শায়খ আহমদ খান আল্লামা বাবুনগরীর সহকারী পরিচালক পদে আসীন হওয়ায় আন্তরিকভাবে খুশি প্রকাশ করেছেন এবং তাঁকে মুবারকবাদ জানিয়েছেন।
আল্লামা জুনায়েদ বাবুনগরীকে আল্লামা হারুন আযিযি নদভি‘র অভিনন্দন