শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা

আসলেই আমরা কি জানি? আমাদের দেশে কি হয়েছে? (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আমাদের যারা বন্যা নিয়ে কাজ করেন তারা বলেন, বন্যার বিষয়টা হচ্ছে সাইকেলের চাকার মত আগে এটা ঘুরে আসতে ১০ বছর লাগতো। তাই আগে ১০ বছর পর পর বন্যা হতো। কিন্তু বর্তমানে বিষয়টা কমে এসেছে। এখন আমরা দেখছি আট বছর পর বন্যা হচ্ছে। এই বিষয়টা আমাদের সবারই জানা কিন্তু কথা হচ্ছে সরকারের যারা এই বিষয় নিয়ে কাজ করছেন তারা আসলে এটা মোকাবিলা করার জন্য কতটা ব্যবস্থা নিয়েছেন। মঙ্গলবার রাতে চ্যানেল আইয়ের আজকের সংবাদ পত্র অনুষ্ঠানে এমন্তব্য করেন সাংবাদিক গবেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফসান চৌধুরী।

তিনি আরো বলেন, বন্যা নিয়ে কথা বলতে হলে প্রথমে বলতে হয় হাওরের কথা। সেখানে বাঁধ নির্মাণের ক্ষেত্রে অনেক টাকা দুর্নীতি হওয়ার কথা উঠেছে। এখন তো সেই হাওরের বন্যার কারণে চালের বাজার অনেক অস্থিতিশীল হয়ে পরেছে। যাহোক সব বিষয়ের দায়িত্ব হচ্ছে প্রশাসনের। বন্যা হবে সেটা প্রাকৃতিক বিষয়। কিন্তু দেখার বিষয় হচ্ছে প্রশাসনের লোকেরা বন্যা কবলিত লোকদেরকে কতটা সহযোগিতা করছে?

আফসান চৌধুরী আরো বলেন, আমাদের দেশে আসলে কি হয়েছে সেটা কিন্তু কেউ বলেনি। আমরা অভিযোগ শুনেছি। সেই অভিযোগের আবার পাল্টা অভিযোগ শুনেছি কিন্তু আসলে কি ঘটেছে আমরা সেটা শুনতে পাইনি। আসলে আমরা জানিই না যে, আমাদের দেশে কি হয়েছে। আমাদরে দেশের পরিবেশটা আর আগে মত নেই। এখন অনেক পরিবর্তন হয়েছে। আর এই কারণেই নদীর ভাঙ্গন বেড়েছে। আমি যখন কাজ করেছি সেই সময়ের পরিবেশ আর আজকের পরিবেশ সমন নয়। আমাদের দেশে এবার অনেক গুলো ঘটনা এক সাথে ঘটে গেছে যার কারণে এবার পরিস্থিতি কিছুটা খারাপ। এমন খারাপ পরিস্থিতি খুব কম সময়ই হয়েছে।

-এজেড


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ