যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্সে ১৬ জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে এই দূর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে বিমান বিধ্বস্তের ঘটনায় সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে জেট ফুয়েল থেকে আগুন ধরে এই দুর্ঘটনা ঘটতে পারে।
কাউন্টি ইমারজেন্সি ম্যানেজমেন্ট ডিরেক্টর ফ্রেড র্যান্ডেলের বরাত দিয়ে সিএনএন বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে এ খবর জানায়।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নৌবাহিনীর এই বিমানটি বিধ্বস্তের ঘটনা ঘটে। মিসিসিপির জরুরি ব্যবস্থাপনা সংস্থার পরিচালক লি স্মিথসন জানান, সানফ্লোয়ার-লেফলর কাউন্টি লাইনে বিমানটি বিধ্বস্ত হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী টুইটার বার্তায় জানায়, ইউএসএমসি কেসি-১৩০ (USMC KC-130) বিমানটি ১০ জুলাই সন্ধ্যায় দুর্ঘটনার শিকার হয়েছে। বিমান বিধ্বস্তে এর ধ্বংসাবশেষ প্রায় পাঁচ মাইল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে বলে জানায় স্থানীয় ফায়ার সার্ভিস।
এসএস/