আওয়ার ইসলাম: আল্লামা মোস্তফা আল হোসাইনী রহ. এর জানাযা তার নিজ গ্রামের ঐতিহাসিক মুন্সিরহাট ঐদগাহ ময়দানে সম্পন্ন হয়েছে। জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফ করা হয়।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আল্লামা হোসাইনীর মুহিব্বীন ছাত্র, বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিযায়ে কেরাম, শুভাকঙ্খি আলেম ওলামা ও সাধারণ জনতা জানাযায় অংশগ্রহণ করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ জানাযা পূর্ব আলোচনায় রাজনৈতিক জীবনে আল্লামা হোসাইনীর ত্যাগ ও পরিশ্রমের কথা স্মরণ করেন।
দীনি বয়ান ও ইলমী ক্ষেত্রে আল্লামা হোসাইনীর অবদানের কথা উল্লেখ্য করে তার রহের মাগফেরাত কামনা করেন। এসময় আন্দোলনের কেন্দ্রীয় দায়িত্বশীল মুফতি হেমায়েতুল্লাহ, মুফতি কেফায়েত উল্লাহ কাশফী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি জি.এম রুহুল আমিন, সেক্রেটারি জেনারেল শেখ মুহুম্মাদ সাইফুল ইসলাম ও স্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
আল্লামা মোস্তফা আল হোসাইনী ঢাকার জামিয়া কারীমিয়া রামপুরা সহ দেশের বিভিন্ন মাদরাসার মুহাদ্দিস ও শায়খুল হাদিসের দায়িত্ব পালন করেন।
প্রবীণ আলেম, সুবক্তা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক নায়েবে আমীর আল্লামা মোস্তফা আল হোসাইনী গতকাল মঙ্গলবার বিকাল ৫টা ১০ মিনিটে রাজধানীর সায়দাবাদে (উত্তর যাত্রাবাড়ি) আলকারীম জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন।
আল্লামা মোস্তফা আল হুসাইনী রহ. এর হৃদয়গ্রাহী বয়ান (ভিডিও)
এসএস/