মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


দেওবন্দ সফরে আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুনশি মুহাম্মদ আবু দারদা, দেওবন্দ, ভারত

বাংলাদেশের শীর্ষ আলেম জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীর মাদরাসার সনামধন্য মোহতামিম মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দ সফরে রয়েছেন।

তিনি আজ বুধবার যোহরের পূর্ব মুহূর্তে দারুল উলুম দেওবন্দে পৌঁছান।

আল্লামা মাহমুদুল হাসান যোহরের নামাজ মসজিদে কদিমে আদায় করেন। এরপর তিনি দেওবন্দের মোহতামিম আল্লামা মুফতি আবুল কাসেম নো'মানি-এর সাথে সাক্ষাৎ করেন।

এরশাদ ও বি চৌধুরীকে ইসলামের জন্য কাজের অঙ্গীকার করালেন আল্লামা মাহমুদুল হাসান

এছাড়াও তিনি দেওবন্দের শীর্ষ আলেমদের সঙ্গে দেখা করবেন এবং দেওবন্দের কবরস্হান মাকবারায়ে কাসেমি জিয়ারত করবেন। মাদরাসা পরিদর্শন শেষে আগামীকাল সকালে বাংলাদেশের উদ্দেশে রওনা দিবেন৷

উল্লেখ্য, আল্লামা মাহমুদুল হাসান গত শুক্রবার ১২টা মিনিটের ফ্লাইটে ভারতের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন।  তিনি এ ক’দিন ভারতের হারদুইতে অবস্থিত তার শায়খ আল্লামা শাহ আবরারুল হক রহ. খানকায় অবস্থান করেন। খানকায় তিনি মজলিসে দাওয়াতুল হকের আন্তর্জাতিক কার্যক্রম বিষয়ক বিশেষ পরামর্শ সভায় অংশগ্রহণ করেন এবং সমবেত মানুষের উদ্দেশ্যে গুরুত্ব বয়ান পেশ করেন।

আগামীকাল বৃহস্পতিবার সকালের ফ্লাইটে আল্লামা মাহমুদুল হাসান দেশে ফিরবেন বলে জানা গেছে।

শিক্ষার্থী: দারুল উলুম দেওবন্দ, ভারত৷


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ