হামিম আরিফ: নিজের বাবাকে আল্লাহর সঙ্গে তুলনা করে ক্ষোভের মুখে পড়েছেন ভারতীয় টিভি উপস্থাপক মীর। মুসলিমরা বলছেন, হিন্দুদের সঙ্গে মেলামেশা ও ইসলামের জ্ঞান না থাকার করণে মীর এমন মূর্খতার পরিচয় দিয়েছেন।
সোমবার ঈদের দিনে নামাজ শেষে বাবার সঙ্গে একটি ছবি নিজের ফেসবুক পেজ থেকে পোস্ট করেন মীর। ছবির ক্যাপশনে তিনি লিখেন। “আমার আব্বা… আমার আল্লাহ…। ”
মীরের ফেসবুক পেজে এই পোস্ট পছন্দ হয়নি বহু ধর্ম প্রাণ মুসলিমের। এরপর থেকেই ওই পোস্টের কমেন্টে তারা প্রতিবাদ জানান।
মীরের ফেসবুক পেজে করা পোস্ট ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। সেখানে একজন লিখেছেন, বিধর্মীদের সঙ্গে বেশিক্ষণ সময় কাটান মীর। সেই কারণেই তিনি ইসলামের জ্ঞান সম্পর্কে অবগত নন। গান বাজনা আর পাপ কাজের বিষয়ে মীরের বহুল জ্ঞান রয়েছে।
কেউ মীরের ইসলামিক জ্ঞান না থাকার জন্য তার বাবাকে দায়ী করেছেন। তিনিই মীরকে প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত করে রেখেছেন।
এরশাদ ও বি চৌধুরীকে ইসলামের জন্য কাজের অঙ্গীকার করালেন আল্লামা মাহমুদুল হাসান