জাতীয় ঈদগাহে নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে ঈদুল ফিতরের নামাজ আদায়ে বজ্র প্রতিরোধক বসানো হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কপোরেশন (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
শনিবার জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।
সাঈদ খোকন বলেন, ওজু, মোবাইল টয়লেট, সুপেয় পানি ও সিলিং ফ্যানসহ সব সুবিধা নিশ্চিত করা হয়েছে। বজ্রপাত প্রতিরোধকযন্ত্র স্থাপন করা হয়েছে। প্রায় এক লাখ মুসল্লির নামাজ আদায়ে সব ব্যবস্থা সম্পন্ন হয়েছে।
মেয়র বলেন, নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে নামাজ আদায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নাশকতার কোনো আশঙ্কা নেই। পরিবার পরিজন নিয়ে সবাই উৎসব মুখর পরিবেশে নামাজ আদায় করতে পারবেন।
এসময় ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কমকর্তা ব্রি. জেনারেল শেখ সালাহউদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ঈদের নিরাপত্তায় রাজধানীজুড়ে থাকবে আনসার বাহিনী