চীনে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। আর এতে মাটির নিচে চাপা পড়েছে প্রায় একশ' জন। তাদের উদ্ধারে বড় ধরনের তল্লাশি অভিযান শুরু করেছে দেশটি।
স্থানীয় সময় শনিবার সকালে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের একটি পাহাড়ি শিনমো গ্রামে ভূমিধস হলে এ ঘটনা ঘটে। খবর এএফপির।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টায় তিব্বত ও সায়ত্তশাসিত আবা প্রদেশের কিয়াং জেলায় একটি পাহাড়ের চূড়া ধসের ঘটনা ঘটে।
স্থানীয় মাওজিয়ান কাউন্টির কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, ধসের কারণে পাহাড়ের উপর থেকে বিশাল পাথরখণ্ড পড়ে। এতে শিনমো গ্রামের ৪০টি বাড়ি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়। পাথরের কারণে স্থানীয় একটি নদীর দুই কিলোমিটার প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।
ভূমি ধসের সময় গ্রামের বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন। এ কারণে ধারণা করা হচ্ছে পাথর চাপা পড়া বাসিন্দাদের কেউই বেঁচে নেই।
রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী প্রায় পাঁচশ' মানুষ উদ্ধার কাজে অংশ নিয়েছে।
ঘটনার পর প্রকাশিত ছবিতে দেখা গেছে, ঘটনাস্থলে উদ্ধার কাজের জন্য অনেকগুলো বুলডোজার ও বড় বড় ডিগার (মাটি খননের যন্ত্র) মোতায়েন করা হয়েছে। এতে চিকিৎসকদের সড়কে একজন নারীকে চিকিৎসা দিতে দেখা গেছে।
সিসিটিভিকে স্থানীয় পুলিশের ক্যাপ্টেন চেন তাইবো বলেন, ভূমি ধসে হাজার হাজার টন পাথরের পতন হয়েছে।
সম্প্রতি ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে, এর ফলেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করেন চেন। এছাড়া এটি একটি ভূমিকম্পপ্রবণ এলাকা, যেখানে খুব একটা গাছপালা নেই বলে জানান তিনি।
উল্লেখ্য, ভূমিধস চীনের গ্রামীণ এলাকায় প্রায় ঘটে চলা এক দুর্যোগের নাম। বিশেষ করে বর্ষা শুরু হলে এই বিপদ চরম আকার ধারণ করে।