শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর জানাযা ও দাফন সম্পন্ন ১৬ টি বছর জুলুম-ষড়যন্ত্রের মধ্যে ছিল মাদরাসার ছাত্ররা: ড. শামছুল আলম  ‘সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন’ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসানের ইন্তেকালে খেলাফত মজলিসের শোকপ্রকাশ কাল ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় রোজায় বাজার সহনশীল রাখার চেষ্টা করা হবে: বাণিজ্য উপদেষ্টা মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে বিএনপি মহাসচিবের শোক রাষ্ট্রপতি নির্বাচনসহ যেসব সুপারিশ সংস্কার কমিশনের বাংলাদেশিদের সুখবর দিলো ইতালি, পুনরায় ভিসা দেওয়ার সিদ্ধান্ত হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনে কোনো সাফাই নয়: সারজিস

বেফাকের ৪০ তম পরীক্ষায় দাওয়াতুল কুরআন মাদরাসার অভাবনীয় সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ: বেফাকুল মাদারিসিল আরাবীয়া বাংলাদেশ (বেফাক) এর ৪০ তম কেন্দ্রীয় পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে মাদরাসা দাওয়াতুল কুরআন-এর শিক্ষার্থীরা ৷ পূর্বের ধারাবাহিকতা ধরে রেখে এ বছরও শতভাগ পাশের পাশাপাশি রয়েছে বড় অর্জন ৷

এবারও হিফজুল কুরআন পরীক্ষায় ১ম স্থান (ক) অধিকার করেছে এ মাদরাসার শিক্ষার্থী মুহাঃ ইসহাক। এ ছাড়া ২য় (গ), ৩য় (চ) ও ৩য় (ছ) স্থানও অর্জন করেছে যথাক্রমে মুহাঃ রাকিবুল ইসলাম, মাইনুল ইসলাম ও মুহাঃ যুবায়ের হাতেম।

অন্যদিকে মুতাওসসিতাহ তথা নাহভেমির জামাতের পরীক্ষার্থীদের মধ্যে ৫ জন এ-প্লাস (A+) মুমতাজসহ মুহাঃ শাফআত হুসাইন বিশেষ মেধা তালিকায় স্থান করে নেয়৷

তাছাড়া ইবতেদাইয়্যা জামাতের মুহাঃ হেলাল হুসেনও বিশেষ মেধা তালিকায় রয়েছে।

উল্লেখ্য, বেফাকের গত ৩৯, ৩৬ তম কেন্দ্রীয় হিফজুল কুরআন পরীক্ষায় মাদরাসা দাওয়াতুল কুরআন- এর শিক্ষার্থী মুহাঃ ওমর ফারুক ও সাকিবুল ইসলাম ১ম স্থান অধিকার করেছিল।

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ভুইঘরে (রুপায়ান টাউন সংলগ্ন) অবস্থিত "মাদরাসা দাওয়াতুল কুরআন" মাদরাসাটি জালালাইন জামাত পর্যন্ত প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে৷ মাদানী নেসাব ও বেফাক সিলেবাসের সমন্বয়ে পরিচালিত এই মাদরাসাটি বেফাক পরীক্ষায় অংশ গ্রহণের প্রথম বছর থেকেই ধারাবাহিক সফলতা ধরে রেখেছে।

মাদরাসা দাওয়াতুল কুরআন-র এই ঈর্ষনীয় সাফল্য অর্জনে মহান আল্লাহ তা'য়ালার শুকরিয়া আদায় করে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ হাফেজ মাওলানা মুহাঃ মামূনুর রশীদ বলেন, ‘এটা মহান মহান আল্লাহ তা'য়ালার অশেষ অনুগ্রহ৷ আমাদের এই সাফল্য আমরা আনতে পারি নি ৷ তিনি মেহেরবানী করে দিয়েছেন ৷ আমাদের পক্ষ থেকে সাধ্যাতীত প্রচেষ্টা ছিল ৷ তিনি আমাদের প্রচেষ্টা কবুল করেছেন৷ এ জন্য আমি আল্লাহ তা'য়ালার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি- আলহামদু লিল্লাহ!"

তিনি এই সাফল্যের কৃতিত্ব দেন মাদরাসার সংশ্লিষ্ট উস্তাদদের৷ তিনি বলেন, "আমি এই সাফল্যের প্রথম কৃতিত্ব দিচ্ছি মাদরাসার সকল উস্তাদদের৷ যাদের নিরলস প্রচেষ্টা, সার্বক্ষণিক নেগরানী এবং অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের ছাত্ররা ধারাবাহিক উন্নতি করে চলছে৷

ছাত্রদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "আগামি দিনে সকলেই নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখবে ৷ দৃঢ় প্রত্যয় নিয়ে লক্ষ নির্ধারণ করে এগিয়ে যেতে হবে৷ তবেই সাফল্য তোমাদের পদচুম্বন করবে৷"

 

শিক্ষায় কখনো আপোষ করেনি বলেই রাহমানিয়ার ঈর্ষণীয় ফলাফলের ধারাবাহিকতা রক্ষা পেয়েছে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ