মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


বিশ্বের প্রথম রোবট পুলিশ দুবাইয়ের বুর্জ খলিফায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্বে এই প্রথম রোবট পুলিশ তৈরি করল দুবাই। সেটি বুর্জ খলিফায় কাজও শুরু করেছে।

দুবাই পুলিশের স্মার্ট সার্ভিসের প্রধান ব্রিগেডিয়ার খালেদ আল রাজুকি জানিয়েছেন, বাহিনীর এক চতুর্থাংশই ভরে যাবে রোবট পুলিশকর্মীতে। ২০৩০ সালের মধ্যেই তা করা হবে।

মাথায় পুলিশের টুপি। সব সময় চক্কর মারছে বাইকে। চার দিকে নজর রাখতে হবে তো! আর তার বুকে রয়েছে একটা কম্পিউটারের টাচ স্ক্রিন। যেখানে যে কেউ কমপ্লেন করতে পারেন। ব্যবস্থা নেওয়া হবে সঙ্গে সঙ্গেই। রোবটটির সঙ্গে একটি ক্যামেরাও আছে।

রাত হলেই বাইকে আর রাস্তায় ঘোরাঘুরি করবে না সেই রোবট পুলিশ। ঠায় দাঁড়িয়ে পড়বে বুর্জ খলিফার সামনে। সেখানেই দাঁড়িয়ে থাকবে সারা রাত।

তবে এই রোবট পুলিশ অফিসারও অন্য পুলিশকর্মীদের মতো কার্যত, নিধিরাম সর্দার! কারণ সে অপরাধী বা অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে না।

গ্রেফতারির কাজটা আপাতত মানুষের ওপরেই ছেড়ে দিয়েছে রোবট পুলিশ!


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ