রাকিব হাসান: পাত্রপক্ষের দাবি অনুযায়ী, গরুর গোশত খাওয়াতে হবে বিয়ের অনুষ্ঠানে। কিন্তু সেই দাবি মেনে নেয়নি পাত্রীপক্ষ। তাই বিয়ে ভেঙে দিল পাত্রপক্ষ। সংবাদমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী ভারতের উত্তর প্রদেশ রাজ্যের রামপুর জেলার দারিয়াগড় গ্রামে এ ঘটনা ঘটেছে।
কয়েক দিন আগে দারিয়াগড় গ্রামে বিয়ে করতে আসে পাশের গ্রামেরই পাত্রপক্ষ। তারা দাবি করেছিল, বরযাত্রীদের গরুর গোশত খাওয়াতে হবে। কিন্তু বিয়ের আসরে এসে পাত্রপক্ষ দেখে গরুর গোশত খাওয়ানোর কোনো ব্যবস্থাই রাখা হয়নি। ফলে বেজায় রেগে যায় তারা।
এ ঘটনার সাফাইও দেয় পাত্রীপক্ষ। তারা জানায়, উত্তর প্রদেশ সরকার গরুর গোশত বাতিল করেছে। বন্ধ করে দেওয়া হয়েছে কসাইখানাগুলো। ফলে উত্তর প্রদেশ গরুর গোশতের আকাল দেখা দিয়েছে। এ অবস্থায় গরুর গোশত ব্যবস্থা করা সম্ভব নয়।
এরপর বিয়ে বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেয় পাত্র নিজেই। পরে পাত্রপক্ষের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ করে পাত্রীপক্ষ।
স্থানীয় থানার পুলিশ কর্মকর্তা রাজেশ কুমার তিওয়ারি জানিয়েছেন, পাত্রপক্ষের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
গরুর গোশত নয় মোদির দল ছাড়লেন তিন নেতা