শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা

শাহবাগীরা এখন বুদ্ধির দুর্ভিক্ষে পতিত হয়েছে: মাওলানা নুর হোসাইন কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গতকাল ১৩ জুন মঙ্গলবার হেফাজতে ইসলাম মদিনা মুনাওয়ারা জোন এর উদ্যোগে হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী’র আশু রোগমুক্তি কামনায় মদিনার নিউ মদিনা হোটেল মিলনায়তনে এক দু’আ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

হেফাজতে ইসলাম মদিনা জোনের আমীর মাওলানা সাইয়েদ রফিকুল ইসলাম মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর সভাপতি মাওলানা নূর হুসাইন কাসেমী।

বিশেষ অতিথি ছিলেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা তাফাজ্জুল হক আযীয।

মাওলানা আব্দুল জলিলের সঞ্চালনায় অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম মদিনা জোনের সহ-সভাপতি মাওলানা জালাল উদ্দিন, স্কুল অব দ্যা হলি কুরআনের প্রিন্সিপাল মাওলানা মোস্তফা আল মাদানী।

প্রধান অতিথি তার বক্তব্যে আল্লামা শফী’কে জাতির দুর্দিনের কান্ডারী হিসেবে আখ্যা দিয়ে বলেন, তাঁর নেতৃত্বে আজ বাংলার তাওহিদী জনতা ঐক্যবদ্ধ। নাস্তিকরা শাহবাগ আন্দোলনে ইসলামের ঝান্ডাকে ছিড়ে ফেলার যে চক্রান্ত ও ষড়যন্ত্র করেছিল, ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে তিনি তা নস্যাৎ করে দিয়েছেন। শাহবাগীরা এখন বুদ্ধির দুর্ভিক্ষে পতিত হয়েছে।

তিনি সুপ্রিম কোর্টের সামনে ভাস্কর্য স্থাপন ও পরে তা অন্যত্র সরিয়ে নেওয়া সম্পর্কে বলেন, বংলাদেশকে যারা সেক্যুলার বানাতে চায় তারা কোনদিন সফল হবে না। মুর্তি না থাকলে মসজিদও থাকবেনা বলে যারা আস্ফালন করে এরা স্বীকৃত পাগল। এদের মনোবাসনা কল্পনাই রয়ে যাবে, কোনদিন পূর্ণ হবেনা। তিনি হেফাজত আমীরের রোগ মুক্তি কামনায় প্রবাসী মুসলমানদের দুআ করার আহবান জানান।

সভাপতির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম মাদানি বলেন, আল্লামা আহমদ শফী যদি সঠিক সময়ে হাল না ধরতেন, তাহলে শাহবাগীরা দেশে আনন্দ মঠের উৎসব পালন করতো। তিনি সুপ্রিম কোর্টের সামনে মূর্তি স্থাপন করে বাংলাদেশের মানচিত্রকে যারা ঢেকে দিয়েছিল তাদের গ্রেফতার করে বিচারের সম্মুখীন করারও আহবান জানান।

মাহফিলে আরো উপস্থিত ছিলেন, মদিনা সাংবাদিক পরিষদের সিনিয়র সহসভাপতি, লেখক কবি ও সাংবাদিক ফ ই ম ফরহাদ, মদিনা সাংবাদিক পরিষদের সহসভাপতি, দৈনিক প্রবাসীকাল ডটকমের সম্পাদক যাকারিয়্যা মাহমূদ, মদিনা সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী রাশেদ, অর্থসম্পাদক দেলোয়ার হোসেন সুমন, মাওলানা তোফাজ্জল হুসাইন, মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ, মদিনার প্রবাসী ব্যবসায়ী মোহাম্মাদ নুরুজ্জামান ও মোহাম্মাদ আমিনুল হক প্রমুখ। আলোচনা শেষে আল্লামা আহমদ শফী’র রোগমুক্তি কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা নূর হুসাইন কাসেমী।

পাকিস্তান তুমি কার? জানতে চাইলেন সৌদি বাদশাহ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ