মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


ভিক্ষুক‌দের সঙ্গে ইফতার করলো মিরপুর উপজেলা প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল জুন মঙ্গলবার উপজেলার চিথ‌লিয়া ইউ‌নিয়‌নের ৩৭ জন পুনর্বা‌সিত ভিক্ষুকের সঙ্গে ইফতার করেছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রশাসন।

ইফতার শেষে তা‌দের প্র‌ত্যেক‌কে ঈদের উপহার হি‌সে‌বে সেমাই ও চি‌নি বিতরণ করা হয়।

উপ‌জেলা প্রশাস‌নের উ‌দ্যো‌গে অা‌য়ো‌জিত এ অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন  অতিরিক্ত সচিব অা ন ম কুদরুত ই খুদা।

উপ‌স্থিত ছি‌লেন অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  অাবু হেনা মোঃ মোস্তফা কামাল, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার  মোঃ মাহবুবুর রহমান, সহকারী ক‌মিশনার (ভূ‌মি)  সূবর্ণা রাণী সাহা, সমাজ‌সেবা অ‌ফিসার অাবু রায়হান, ইউ‌পি চেয়ারম্যান  গিয়াস উ‌দ্দিন প্রমূখ।

এসএস/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ