পলাশ রহমান
আওয়ার ইসলাম টয়েন্টিফোর ডটকম। একটি অনলাইন পত্রিকা। আর দশটা অনলাই পত্রিকা থেকে এর ভিন্নতা স্পষ্ট। সরাসরি চোখে পড়ার মতো। এই পত্রিকার একটা কমিটমেন্ট আছে। সম্পাদকীয় নীতিতে অন্যান্য সাধারণ পত্রিকা থেকে অনেকটা ভীন্নতা আছে। তারা একটা আদর্শ সামনে নিয়ে কাজ করে। দেশপ্রেম এবং গণমানুষের ধর্মীয় অনুভূতির প্রতি তাদের দায়বদ্ধতা আছে। যারা নিয়মিত আওয়ার ইসলামে চোখ রাখেন তারা সবাই বিষয়টা জানেন। গণমানুষের ধর্মীয় অনেক খুঁটিনাটি বিষয় আছে যা আওয়ার ইসলাম বেশ যত্নের সাথে তুলে ধরে। দলিলসহ উপস্থাপন করে। যে কারণে এত অল্প সময়ের মধ্যে আওয়ার ইসলাম প্রবাসী পাঠকদের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে। তাদের পছন্দের জায়গাটা দখল করে নিতে পেরেছে।
আওয়ার ইসলামের মাধ্যমে পাঠকরা অনেক ইসলামি স্কলারদের সাথে পরিচিত হতে পারে। তাদের আধুনিক চিন্তা চেতনার সাথে নিজেদের চিন্তা বাসনা মিলিয়ে নিতে পারে। এই পত্রিকা মানুষের মধ্যে শুদ্ধ চিন্তা জাগ্রত করে। ভুল অপব্যাখ্যা থেকে মানুষকে সচেতন করে। সুতরাং মাত্র এক বছরের মধ্যেই আওয়ার ইসলাম রুচিশীল পাঠকের পত্রিকা হতে পেরেছে। যে জায়গায় অনেক বড় বড় পত্রিকা, দামি দামি বিজ্ঞাপনে ঠাসা পত্রিকা, বছরের পর বছর চেষ্টা করেও পারেনি।
অর্থনৈতিক সংকটসহ নানা বিধ চাপ মোকাবিলা করে আওয়ার ইসলাম এত অল্প সময়ে এতদূর আসতে পেরেছে যাদের মেধা এবং চেষ্টার ফলে, তাদের সকলের প্রতি জানাই আন্তরিক অভিনন্দন। পাশাপশি মৌলিক কিছু অনুসন্ধানী প্রতিবেদন প্রত্যাশা করি এবং পাঠকদের আরো বেশি অংশগ্রহণের সুযোগ সৃষ্টির দাবী জানাই।
লেখক: প্রডিউসার, রেডিও বেইস ইতালি