আওয়ার ইসলাম: বিশ্বব্যাপি ভ্রমণ ও পর্যটনের জন্য কোন দেশ কতোটা ভালো, কোনটির অবস্থান বাজে, তা নিয়ে প্রতিবছরই প্রতিবেদন প্রকাশ করে সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’ (ডব্লিউইএফ)। এক দশক ধরে সংস্থাটি এই প্রতিবেদন প্রকাশ করছে।
এরই ধারাবাহিকতায় চলতি বছর ১৩৬টি দেশের ওপর প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে নিরাপত্তা ও সুরক্ষার দিক বিবেচনায় ২০টি দেশকে পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
‘ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম কমপিটিটিভনেস রিপোর্ট’ শিরোনামের প্রতিবেদনে ঝুঁকিপূর্ণ সেই ২০ দেশের তালিকায় আছে বাংলাদেশও।
প্রতিবেদনে তালিকায় থাকা দেশগুলোর বিভিন্ন সামাজিক বিষয় তুলে ধরা হয়েছে। তালিকায় ১৪ নম্বরে রয়েছে বাংলাদেশ।
ঝুঁকিপূর্ণ ২০ দেশের তালিকা:-
১. কলম্বিয়া, ২. ইয়েমেন, ৩. এল সালভাদর, ৪. পাকিস্তান, ৫. নাইজেরিয়া , ৬. ভেনিজুয়েলা, ৭. মিসর, ৮. কেনিয়া, ৯. হুন্ডুরাস, ১০. ইউক্রেন, ১১. ফিলিপাইন, ১২. লেবানন, ১৩. মালি, ১৪. বাংলাদেশ, ১৫. শাদ, ১৬. গুয়াতেমালা, ১৭. দক্ষিণ আফ্রিকা, ১৮. জ্যামাইকা, ১৯. থাইল্যান্ড, ২০. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র।
এসএস/