মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


কাতার সংকটের নেপথ্য কারণ আল জাজিরায় রাশিয়ান হ্যাকারদের হামলা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ওয়েবসাইট এবং ডিজিটাল প্ল্যাটফর্মে অব্যাহত হ্যাকিং প্রচেষ্টা চলছে বলে দাবি করেছে আল জাজিরা কর্তৃপক্ষ।

আল জাজিরা কর্তৃপক্ষ নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক খবরে এমন দাবি করেছে। গতমাসেও কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থার পক্ষ থেকে তাদের ওয়েবসাইট হ্যাকিং-এর খবর দেওয়া হয়েছিল। এবং এর নেপথ্যে রয়েছে রাশিয়ান হ্যাকাররা।

[caption id="" align="alignnone" width="524"]আল জাজিরা আল জাজিরা কার্যালয়[/caption]

এফবিআই বলেছে, কাতার সংকটের নেপথ্যে রয়েছে রাশিয়ার ছড়ানো ভুয়া সংবাদ। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন, রাশিয়ান হ্যাকারদের  মিথ্যা সংবাদের সূত্র ধরেই কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্ররা।

সিএনএন- এর খবরে বলা হয়েছে, রুশ হ্যাকাররা কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার ওয়েবসাইট হ্যাক করে তাতে একটি ভুয়া সংবাদ আপলোড করে। আর ওই ভুয়া খবরটিই উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদেশগুলোর মধ্যে কূটনৈতিক সংকট সৃষ্টি করেছে।

কাতার সংকটের ব্যাপারে এফবিআইয়ের চালানো তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে মার্কিন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ