সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

দুই সপ্তাহের ব্যাবধানে লন্ডনে ফের জঙ্গি হামলা, নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুই সপ্তাহের ব্যাবধানে দ্বিতীয়বারের মতো জঙ্গি হামলার শিকার হলো যুক্তরাজ্য। এবার হামলার শিকার হয়েছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন। শহরের দুটি পৃথক স্থানে সন্ত্রাসী হামলায় ৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২০ জন।

লন্ডনের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান জানায়, স্থানীয় সময় শনিবার মধ্যরাতে লন্ডন ব্রিজ ও বোরো মার্কেটে ওই হামলার ঘটনা ঘটে। আহতদের স্থানীয় ছয়টি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে বিবিসি জানায়, সাদা একটি গাড়ি রাস্তা ছেড়ে লন্ডন ব্রিজের ফুটপাতে উঠে পড়ে এবং পথচারীদের চাপা দেয়। হামলার সময় সেতুটিতে ছিলেন বিবিসির সাংবাদিক হলি জোন্স। তিনি জানান, একজন পুরুষ ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার গতিতে গাড়ি চালিয়ে ব্রিজের ফুটপাতে পথচারীদের ওপর উঠে পড়ে। দুই হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান। এখনও পালিয়ে রয়েছে তিনজন হামলাকারী। এছাড়া কাছেই বরো মার্কেটে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন দ্য টেলিগ্রাফের সাংবাদিক হ্যারি ইয়র্কে।

এই ঘটনায় আহতদের জন্য জরুরি অ্যাম্বুলেন্স সুবিধা দিচ্ছে লন্ডন। লিভারপুল স্ট্রিট হোটেলে আশ্রয় নিয়েছেন ২০ জন আহত ব্রিটিশ।

ব্রিজের কাছেই বরো মার্কেটে আরেকটি সন্ত্রাসী হামলা সামাল দেওয়া হয় বলে জানায় দেশটির পুলিশ। সেখানে কয়েকজনকে ছুরিকাঘাত করে ভ্যান থেকে নেমে আসা ব্যক্তিরা।তাদের ‍উপর গুলি চালায় পুলিশ। পুলিশ জানায়, এই ঘটনায় একাধিক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া ভক্সহলে আরেকটি ঘটনা সামাল দেওয়া হচ্ছে জানানো হলেও সেটা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নয় বলে জানায় স্কটল্যান্ড ইয়ার্ড।

হামলার ঘটনায় লন্ডন ব্রিজে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ইতোমধ্যে সেই হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছেন তিনি। এই বিষয়ে রবিবার সকালে সরকারি জরুরি বৈঠকে বসবেন তিনি। এছাড়া এই ঘটনায় শোক জানিয়েছেন লেবার পার্টির নেতা জেরেমি করবিন। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘লন্ডনে হতাহতদের ও তাদের পরিবারের প্রতি সমবেদনা। দ্রুত পদক্ষেপ নেওয়ায় ধন্যবাদ।’
এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, লন্ডনের মেয়র সাদিক খান, মার্কিন পপ তারকা আরিয়ানা গ্র্যান্দেও শোক প্রকাশ করেছেন।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ