মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


জার্মানিতে হামলার আশঙ্কায় গানের কনসার্ট বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাজ্যের একটি গানের কনসার্টে হামলার পর আতঙ্কে রয়েছে জার্মানি। দেশটি সন্ত্রাসী হামলার আশঙ্কায় জনপ্রিয় সংগীত উৎসব রক অ্যাম রিং আয়োজন করেছে।

দেশটির পশ্চিমাঞ্চলের রিনেলান্দ-পালাতিনেত রাজ্যের নুয়েরবার্গ শহরে শুক্রবারথেকে তিন দিনব্যাপী ওই সংগীত উৎসব আয়োজনের কথা ছিল।

কনসার্টটির প্রথম দিনের আয়োজন বাতিলের বিষয়ে আয়োজকরা সংবাদমাধ্যমকে বলেন, সন্ত্রাসী হামলার হুমকির কারণে পুলিশ তাদের অনুষ্ঠানটির আয়োজন বন্ধ করার পরামর্শ দিয়েছে। গত মাসে যুক্তরাজ্যর ম্যানচেস্টারে একটি কনসার্টে ২২ প্রাণঘাতী সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে জার্মান পুলিশ এই সতর্কতা দিয়েছে বলে মনে করা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, প্রায় ৮৫ হাজার দর্শকের অংশগ্রহণে কনসার্টটিতে জার্মানির জনপ্রিয় রক ব্যান্ড রামেস্টেইনের সংগীত পরিবেশনের কথা ছিল।

গত বছর একই অনুষ্ঠানের আয়োজন বানচাল হয়েছিল প্রাকৃতিক দুর্যোগের কারণে। সেবার ঘূর্ণিঝড়ে ৩০ জন আহত হয়েছিল, যাদের অনেককেই হাসপাতালে নিতে হয়েছে।

মালালার ওপর হামলার ঘটনা ছিল সাজানো নাটক!


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ