আওয়ার ইসলাম : আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার (৩ জুন) এক দাফন অনুষ্ঠানে তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ২০ জন। আহত হয়েছেন কমপক্ষে কমপক্ষে ৩৫ জন।
শুক্রবার এক প্রতিবাদ বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ব্যক্তিদের দাফন অনুষ্ঠানে এ বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটে। খবর আল জাজিরা
বোমা হামলায় নিহত আফগান সিনেটের ডেপুটি স্পিকারের ছেলে সালেম ইজিদিয়ার-এর দাফনে এ বিস্ফোরণ ঘটে। শুক্রবারের প্রতিবাদ সমাবেশে নিহত ৫ জনের একজন ছিলেন এই সিনেটরের ছেলে।
বুধবার কাবুলে বোমা হামলায় ৯৯ জন নিহত হওয়ার ঘটনায় ওই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছিল। হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য আফগান সরকারকে দায়ী করে জনগণ রাস্তায় নামলে বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় পুলিশ। এ সময় পুলিশের গুলিতে অন্তত ৬ বিক্ষোভকারী নিহত হন।
আফগানিস্তানে কূটনৈতিক এলাকায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৬০
সাম্প্রতিক মাসগুলোতে রাজধানী কাবুলসহ আফগানিস্তানের বেশ কিছু এলাকায় ধারাবাহিকভাবে হামলা হয়েছে। নিরাপত্তা ইস্যুগুলো শনাক্ত করতে ব্যর্থ হওয়ার জন্য সরকারকে দায়ী করে থাকে অনেকে। গত ৩১ মে কাবুলের কূটনৈতিক এলাকায় হামলায় ৯৯ জন নিহত হওয়ার পর সে ক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে।
-এআরকে