রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

ভারতে জবাইয়ের জন্য গরু কেনাচেনা নিষিদ্ধ: প্রতিবাদে গোশত খাওয়ার উৎসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের কেন্দ্রীয় সরকার জবাইয়ের উদ্দেশ্যে গবাদিপশু কেনাবেচার ওপর নিষেধাজ্ঞা জারি করার প্রতিবাদে কেরালায় ‘বিফ ফেস্টিভ্যাল’-পালন করল বামপন্থি ছাত্র-যুব সংগঠন।

শনিবার বামশাসিত কেরালায় কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় রাজ্যের বিভিন্ন জায়গায় ‘গরুর গোশত ভক্ষণ উৎসব’–এর আয়োজন করে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই ও যুব সংগঠন ডিওয়াইএফআই।

‘রান্নাঘরে ফ্যাসিবাদ চলবে না’ শ্লোগান তুলে রাজ্যের কমপক্ষে ২০০ স্থানে ওই উৎসবের আয়োজন করা হয়।

তিরুবনন্তাপুরমে রাজ্য সচিবালয়ের বাইরে বিক্ষোভকারীরা সড়কের পাশে গরুর গোশত রান্না করে তা লোকজনের মধ্যে বিতরণ করেন।

কোল্লাম জেলায় কংগ্রেস দল ‘বিফ ফেস্টিভ্যাল’ আয়োজন করে।

কোচিতে কেরালার পর্যটন মন্ত্রী কাডাকাম্পালি সুরেন্দ্রন ওই উৎসবে যোগ দেন।

ইডুক্কি জেলায় মহিষের মাথা নিয়ে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, ‘দেশজুড়ে মানুষকে হত্যার অভিযান চলছে, তখন পশুজবাই বন্ধ করে লাখ লাখ মানুষের জীবিকার ক্ষতি করা হচ্ছে।’

পিনারাই বিজয়ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোলা চিঠিতে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আজ সরকার গরুর গোশত খেতে নিষেধ করছে। কাল মাছ খাওয়া নিয়েও আপত্তি তুলবে। মানুষ কী খাবে আর কী খাবে না, তা কী সরকার ঠিক করে দেবে? নিজের মর্জি তো খুব খাটাচ্ছেন, কিন্তু এতে কত মানুষ কাজ হারাতে বসেছেন তা কী জানেন? এ রাজ্যে এ সব চলবে না। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেব।’

তামিলনাড়ু রাজ্যে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার হাজার হাজার মানুষ পথে নামেন। বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী মোদির কুশপুতুল পোড়ানো হয়।

সূত্র: পার্সটুডে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ