রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

সবাই জানুক মুসলমানরা সন্ত্রাসী নয়, বরং মুসলমানরাই পৃথিবীর জন্য শান্তির দূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমতিয়াজ আহমেদ,ইউ.কে: ম্যানচেস্টার হামলায় জন্য অনেকে মুসলমানদেরকে  দায়ি করা সত্তেও আহতদের সেবায় মুসলমানরাই সবার আগে এগিয়ে এসেছ।

মুসলিম ট্যাক্সি ড্রাইভারগণ আহতদের সাহায্য করে সংবাদের শিরোনামও হয়েছেন। তার বিনা ভাড়ায় আহতদেরকে হাসপাতাল এবং তাদের বাসা পর্যন্তও পৌঁছে দিয়েছেন।

মুসলিম ট্যাক্সি ড্রাইভারদের এমন উত্তম কাজের জন্য টুইটারে প্রশংসায় ভরে গেছে। বহু অমুসলিম মুসলিম ট্যাক্সি ড্রাইভারদের ভূয়সী প্রশংসা করেছেন। তারা লিখেছেন সবাই জানুক, মুসলমানরা সন্ত্রাসী নয়, বরং মুসলমানরাই পৃথিবীর জন্য শান্তির দূত।

ম্যানচেস্টারে বেশীর ভাগ ট্যাক্সি ড্রাইভার মুসলমান এবং তাদের অধিকাংশই পাকিস্তানের নাগরিক। কিছু মুসলিম চিকিৎসক বিনামূল্যে আহতদের সেবা দেন এবং তাদের জীবনরক্ষার জন্য সারারাত তাদের ডিসপেনসারি খোলা রাখেন।

ট্যাক্সি ড্রাইভার ও চিকিৎসক ছাড়াও স্থানীয় মুসলমানরাও আহতদের বাঁচানোর জন্য চেষ্টার কোনো ত্রুটি করেননি। ম্যানচেস্টারের এক মসজিদের ইমাম সাহেব আবু ঈসা নেয়ামাতুল্লাহ তার ফেসবুকে স্ট্যাটাস দেন, যে কোনোভাবেই হোক হামলায় আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করা হোক।

ইমাম সাহেব তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আমাদের উচিত এ ধরনের ঘটনার কারণে নিজেদের কমিউনিটিকে বিভক্ত না করা। মোটকথা কিছু মানুষ আমাদের ক্ষতি করতে চাচ্ছে। এ ধরনের ভয়াবহ আক্রমণের সময় আমাদের একে অপরকে সাহায্য করা উচিত। এ সময় আমাদের একে অপরের সাহায্যকারী হওয়া উচিত এবং একে অপরের জন্য যেভাবেই হোক সাহায্যে এগিয়ে আসা উচিত।

[বৃটেনে কনসার্টে ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত ১৯]

ব্রিটেনের বিভিন্ন মুসলিম সংগঠনও এগিয়ে এসেছে আহতদের সাহায্যার্তে । বেসরকারি সংগঠন মুসলিম এনগেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট আহতদের জন্য সংগ্রহ করেছে সংগ্রহ করেছে ২ হাজার ৩ শতাধিক পাউন্ড।

সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাজাদ আমিন বলেছেন, যারা বিপদে পড়েন, তারা যে ধর্মেরই হোন না কেন, তাদেরকে সহায়তা করা আমাদের ধর্মীয় বিশ্বাসের মৌলিক উপাদান। এই নৃশংসতার শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অবস্থান করছেন মুসলিমরা।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ