রাকিব হাসান: রমজানে মধ্যপ্রাচ্যের দেশগুলো নানারকম উদ্যোগ নিয়ে থাকে। রমজানকে স্বাগত জানাতে ব্যানার ফেস্টুন, রাস্তায় বিনামূল্যে খাবার বিতরণ আরও নানা রকম উপকারী আইটেম। এ মাসকে তারা নাজাতের মাস হিসেবে সবকিছুতেই বাড়তি সুবিধা দিয়ে থাকে। আর প্রতিষ্ঠানগুলো রমজানের পূর্বেই অনেক কিছু সহজ করার ঘোষণা দেয়।
আসন্ন রমজান উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে বানিজ্য অধিদপ্তর রমজানের যাবতীয় পণ্যসামগ্রীর উপর ৫০% ছাড়ের ঘোষণা দিয়েছে।
আমিরাতের বাণিজ্য অধিদপ্তরের নিজস্ব এক প্রজ্ঞাপণে বলা হয়েছে, রমজানে যাবতীয় নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যে ৫০% পর্যন্ত ছাড় দেওয়া হবে। অনেকগুলি বিক্রয়কেন্ত্রে রমজানের এক সপ্তাহ আগ থেকেই এই অফার চালু করেছে।
মন্ত্রণালয় জানায়, তাদের নির্দিষ্ট পণ্য ৫০% ছাড়েই বিক্রি করতে হবে। রমজানে বিভিন্ন স্থানে ইজিতিমায়ি ইফতার মাহফিলের আয়োজনও করা হবে বলেও জানায় মন্ত্রণালয়।
সূত্র: কুদরত