পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশের দরিদ্র অসহায়দের জন্য ৫০ টন খেজুর দিয়েছে সৌদি সরকার।
সোমবার সচিবালয়ে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামালের কাছে খেজুর হস্তান্তর করেন বাংলাদেশে আসা সৌদি আরবের প্রতিনিধি দলের প্রধান আবদুল আজিজ আল মানিয়ার।
এ সময় বাংলাদেশে সৌদি ধর্মবিষয়ক কর্মকর্তা ড. মাহদি ধাফার আল মুগিবাহ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ উপস্থিত ছিলেন। উভয়পক্ষ এ সময় বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধের কথা বলেন।
বিশেষত হজ পালন ও কর্মসংস্থান বিষয়ে সৌদি আরবের আন্তরিকতার এ সময় প্রশংসা করা হয়। আগামী দিনেও ভ্রাতৃপ্রতিম দুই দেশ পরস্পরকে সহযোগিতা অব্যাহত রাখবে বলে মতবিনিময়কালে আলোচিত হয়।
স্ত্রীর জন্য স্বামীর মোবাইল ফোনে আঁড়িপাতা বৈধ নয়: সৌদি মুফতি