মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

রাখাইন রাজ্যে ত্রাণ বিতরণের অনুমতি দিন: ইইউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক ত্রাণ সরবারহের অনুমতি দিতে আহবান জানিয়েছে।

গতকাল ইউরোপীয় ইউনিয়নের মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার ক্রিসটস স্টাইলানাইডস এ আহবান জানান।

সরকারের নিষেধাজ্ঞার কারণে ব্যাপক সংকট সত্ত্বেও সেখানে ত্রাণ সাহায্য পাঠানো যাচ্ছে না। তিনি আরও বলেছেন, রাখাইনে অন্তত ১৬ হাজার মানুষ এখনও আশ্রয়হীন অবস্থায় রয়েছে।

গত বছরের অক্টোবর থেকে মিয়ানমার সরকার রাখাইনে সামরিক শাসনের মতো পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে বলে তিনি জানান।

ইউরোপীয় ইউনিয়নের নজরদারিতে হেফাজত

সরকারে যুক্ত দুজন কমরেড হাজী ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে: মুফতি ফয়জুল্লাহ

ক্রিসটস স্টাইলানাইডস বলেন, বর্ষাকাল শুরুর আগেই রাখাইন প্রদেশের বাস্তুহারাদের জন্য ঘর-বাড়ির ব্যবস্থা করতে হবে। অন্যথায় তাদের কষ্টের সীমা-পরিসীমা থাকবে না।

মিয়ানমার সরকারের সমর্থনে রাখাইন প্রদেশের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে হত্যা-নির্যাতন এখনও অব্যাহত রয়েছে বলে বিভিন্ন সূত্র খবর দিচ্ছে।

গত কয়েক মাসে সেখানে শত শত মুসলমানকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

এছাড়া হাজার হাজার মুসলমানকে তাদের ঘর-বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। অনেকেই আশ্রয় নিয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশে। জাতিসংঘও বলেছে, রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী।

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ