উগ্র সন্ত্রাসীদের কাছ থেকে সিরিয়া সীমান্তবর্তী কয়েকটি সীমান্ত ফাঁড়ি মুক্ত করে দেশটির সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা।
শুক্রবার আল-মানার টেলিভিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক খবরে হিজবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছে। খবরে বলা হয়েছে, সেনাবাহিনী এরইমধ্যে বালবেক অঞ্চলের এসব সীমান্ত ফাঁড়ির দায়িত্ব বুঝে নিয়েছে।
হিজবুল্লাহ জানিয়েছে, সেনাবাহিনীর কাছে চারটি ফাঁড়ি হস্তান্তর করা হয়েছে।
বালবেক এলাকায় হিজবুল্লাহ যোদ্ধারা তাদের মিশন সফলভাবে শেষ করেছে বলে সংগঠনের মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ঘোষণা করার একদিন পর এসব ফাঁড়ি হস্তান্তর করা হয়। তবে লেবানন সীমন্তবর্তী সিরিয়ার অভ্যন্তরে হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থান অব্যাহত থাকবে বলে হাসান নাসরুল্লাহ জানিয়েছেন।
[তুরস্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ২৪]
এসএস/