ইরাকের মসুল শহরে ১৪৫ জন নাগরিককে খুন করে তাদের মৃতদেহগুলি বিদ্যুতের খুঁটিতে ঝুলিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। ওই নাগরিকরা মসুল শহর থেকে পালাতে চাচ্ছিল।
ইরাকের এক নিরাপত্তা অফিসার এই খবর দিয়েছেন।
ইরাকের সরকারি সংবাদমাধ্যম ‘এফে নিউজ’ জানিয়েছে, মসুল শহরের পাশেই রয়েছে আরেকটি শহর আল-ঝানজিলি। আইএসের ভয়ে সেখানকার মানুষ দলে দলে ইরাক ছেড়ে পালাতে চেয়েছিলেন অন্যদেশে। কিন্তু সীমান্ত পেরোনোর আগেই তাঁদের ধরে ফেলে আইএস জঙ্গিরা। তার পর ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ১৪৫ জনকে গুলি করে খুন করে জঙ্গিরা। তাঁদের মৃতদেহগুলি ঝুলিয়ে দেওয়া হয় ইলেকট্রিক পোস্টে।
আইএসের প্রশিক্ষিত নারী লাহোরে এনকাউন্টারে নিহত