সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাদের গোলাগুলির প্রতিবাদ ও নিন্দা জানাতে ইসলামাবাদে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব করেছে পাকিস্তান।
সর্বসাম্প্রতিক এ গোলাগুলির ঘটনায় ২০০৩ সালের শান্তিচুক্তি লঙ্ঘন ও এক ব্যক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটি।
আযাদ কাশ্মির এলাকায় সংঘটিত গোলাগুলিতে দু জন আহত হয়। বিষয়টি নিয়ে বুধ ও বৃহস্পতিবার পাক কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেন ভারতীয় ডেপুটি হাই কমিশনার জেপি সিং। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করা বিবৃতির বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন।
ভারত নিয়ন্ত্রত কাশ্মির ও আযাদ কাশ্মিরের বিবাদ নিয়ে দিল্লি এবং ইসলামাবাদ কয়েক দশক ধরে দ্বন্দ্বে লিপ্ত রয়েছে। দু দেশের সীমান্তে প্রায়ই গোলাগুলি ও হতাহতের ঘটনা ঘটে। সাম্প্রতিক মাসগুলোতে তা বেশ উত্তেজনাকর অবস্থায় পৌঁছেছে। এতে ২০০৩ সালে সই হওয়া শান্তিচুক্তি ঝুঁকির মুখে পড়েছে।