মুহাম্মদ রাকিব হাসান: মিয়ানমারের ইয়ানগুন উপকণ্ঠে মিনগালার তাউং নিউন্তে শহরে একদল বৌদ্ধ রোহিঙ্গা মুসলিমদের উপর অতর্কিত হামলা চালিয়েছে।
তাদের দাবি রোহিঙ্গারা সেখানে 'অবৈধ'। এ ঘটনায় একজন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
স্থানীয় গনমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার ভোররাতে মুসলিমদের উপর ওই হামলা চালানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ফাঁকা গুলি ছুড়ে হামলাকারীদের নিয়ন্ত্রণে আনে।
হামলাকারীদের মধ্যে ৭ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে পুলিশ। তাদের মধ্যে ৩ জন বৌদ্ধ ভিক্ষুও আছে।
রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি রাষ্ট্রপতির আহবান