বিদেশি ডেন্টিস্টদের আর চাকরি দেবে না বলে ঘোষণা দিয়েছে সৌদি আরব।এর উদ্দেশ্য হিসেবে জানিয়েছে, নিজ দেশের ডেন্টিস্টদের কর্মসংস্থানের সুযোগ দেয়া।
সৌদি শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এ ঘোষণা দেয়।
সৌদি ডেন্টিস্টদের কর্মসংস্থান ইস্যু নিয়ে রিয়াদে আয়োজিত এক যৌথ ওয়ার্কশপে এ সিদ্ধান্ত জানানো হয়।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক পরিসংখ্যানে দেখা যায়, দেশে ২৬টি ডেন্টাল কলেজ আছে, যার আটটি বেসরকারি। এসব কলেজ থেকে প্রতি বছর গড়ে তিন হাজার গ্র্যাজুয়েট শ্রম বাজারে প্রবেশ করছে।
২০১৫ সালে সরকারিভাবে নিবন্ধিত ডেন্টিস্টের সংখ্যা ছিল ১০ হাজার ১৫০ জন। এদের ৫ হাজার ৯৪৬ জনই সৌদি।
সৌদি শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়টি যৌথভাবে মনিটর করার এবং সৌদি ডেন্টিস্টদের প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে আলোচনা করেছে।
সূত্র : সৌদি গেজেট