ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ অভিনন্দন জানিয়ে বলেছেন, এতে মানবতা ও মানবকল্যাণকামিতার বিজয় হয়েছে। ফ্রান্সের মানুষ তাদের সত্যিকার নেতাকে খুঁজে পেয়েছে। আমরা নবনির্বাচিত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের উন্নতি, অগ্রগতি ও সাফল্য কামনা করছি। ফ্রান্সের মুসলিম নারী-পুরুষের নিরাপত্তা বৃদ্ধি পাবে। ধর্মীয় সম্প্রীতি ও সদ্ভাব বজায় রাখুক এই ইমানুয়েলের নতুন সরকার।
আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ জমিয়তুল উলামার পাঠানো এক বিবৃতিতে আল্লামা মাসঊদ এসব কথা বলেন।
বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাসঊদুল কাদির স্বাক্ষরিত প্যাডে এই বিবৃতি পাঠানো হয়।
উগ্র জাতীয়তাবাদের যে আস্ফালন লক্ষ করা যাচ্ছিল তার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আল্লামা মাসঊদ ফ্রান্সের জনগণকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন নতুন প্রেসিডেন্ট নয়া ফ্রান্স ও নয়া পৃথিবী গড়ায় অবদান রাখবে।
মসজিদ বন্ধ করার খাহেশ পূরণ হলো না লে পেনের
ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন