৫৮টি দল নিয়ে গঠিত হয়েছে সম্মিলিত জাতীয় জোট। রোববার জাতীয় পার্টি নেতৃত্বাধীন এই জোটের ঘোষণা দেন হুসেইন মুহাম্মদ এরশাদ। তবে দিন না গড়াতেই সমালোচনা উঠেছে।
জোটে নাম থাকা ‘ইসলামী ডেমোক্রেটিভ পার্টি’ ও ‘ইউনাইটেড মুসলিম লীগ’-এর চেয়ারম্যান দাবি করেছেন তাঁদের দল ওই জোটে নেই। এমনকি তাদের দল ওই জোটে থাকবে বিষয়টিও তারা জানেন না। খবর এনটিভির
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রোববার জাতীয় প্রেসক্লাবে ওই জোট গঠনের কথা জানান এইচ এম এরশাদ। সংবাদ সম্মেলনে জানানো হয় জাতীয় ইসলামী মহাজোটে আছে ৩৫টি দল এবং বাংলাদেশ জাতীয় জোটে আছে ২১টি দল। ৫৮ দলের জোটের অন্য দুই দল জাতীয় পার্টি ও ইসলামিক ফ্রন্ট। ওই জোটের মধ্যে কেবল জাতীয় পার্টি ও ইসলামিক ফ্রন্টেরই কেবল নির্বাচন কমিশনের নিবন্ধন আছে।
‘ইসলামী ডেমোক্রেটিভ পার্টি’র চেয়ারম্যান ড. সেলিম রাজা জানান, তাঁরা এসবের কিছুই জানেন না। ওই জোটের সঙ্গে তাঁদের দলের কোনে সম্পৃক্ততাও নেই।
অন্যদিকে ‘ইউনাইটেড মুসলীম লীগে’র চেয়ারম্যান মো. নিছার উদ্দিন বলেন, ‘আমাদের বলেছিল। কিন্তু আমরা রাজি হইনি। আমরা বলে দিয়েছি এই জোটে আমরা যাব না।’
বিষয়টি নিয়ে কথা হয় ‘বাংলাদেশ জাতীয় জোটে’র চেয়ারম্যান বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান সেকেন্দার আলীর সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের মধ্যে যেসব দলের নামের সঙ্গে ইসলাম যুক্ত আছে এদের মধ্যে একটু ঝামেলা আছে।’
দুই রাজনৈতিক দলের প্রধানের ভাষ্য অনুযায়ী জোট দলের সংখ্যা দুটি কমে গেল। এখন দলের সংখ্যা ৫৬।
তবে এখানে পরিষ্কার হচ্ছে না ধোঁয়াশা। ‘বাংলাদেশ জাতীয় জোট’ সংবাদ বিজ্ঞপ্তিতে ২১টি দলের নাম দিলেও জোটের চেয়ারম্যান সেকেন্দার আলী মনি বলেন, ‘আমাদের বাংলাদেশ জাতীয় জোটে ‘সোশ্যাল পিপলস পার্টি’ নামে নতুন আরকেটি দল সংযুক্ত হয়েছে। এটা ভুলে দেওয়া হয়নি। আসলে আমাদের এখানে রয়েছে ২২টি দল।’
জাতীয় জোটের ঘোষণা দিলেন এরশাদ; সঙ্গে আছে ৫৮ দল