বুধবার, ১২ মার্চ ২০২৫ ।। ২৬ ফাল্গুন ১৪৩১ ।। ১২ রমজান ১৪৪৬

শিরোনাম :
তারাবি নিয়ে ১০ হাফেজের অনুভূতি ও অভিজ্ঞতা ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ফলাফল প্রকাশ; পাসের হার ৯৯.৪৯% জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে বিলোপ করা সম্ভব নয়: নাহিদ ইসলাম ফেসবুকে উপদেষ্টা মাহফুজের ‘মব’ নিয়ে পোস্ট, যা বলল ঢাবি ছাত্রশিবির ইফতা, আদবসহ বিভিন্ন বিভাগে ভর্তি নিচ্ছে উত্তরার মাদরাসাতুল আযহার লালমাটিয়ায় দুই তরুণীকে সিগারেট খেতে না করা সেই রিংকুকে গ্রেফতার ‘অপরাধের সাম্প্রতিক ব্যাপকতার পেছনে পরাজিত শক্তির রাজনীতি ক্রিয়াশীল' একদিনে ২৯ হাজার কুরআনের কপি বিতরণ সৌদি আরবের ‘দ্রুত বিচার আইনের মাধ্যমে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’ নির্মাণাধীন ভবনের কাঠ পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু 

ইসলামি শরীয়াহ আইনের সমর্থনে ভারতে নারীদের মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশে ইসলামি শরীয়াহ আইনের সমর্থনে মুসলিম নারীরা মিছিল করেছে। এসময় তাদের হাতে শরীয়া আইন নিয়ে বিভিন্ন কথা লেখা প্ল্যাকার্ড ছিল। বিজনৌরে অনুষ্ঠিত ওই মিছিলে কয়েক হাজার মুসলিম নারী অংশগ্রহণ করেন।

রোববার গণমাধ্যমে প্রকাশ, তালাক ইস্যুতে শরীয়াহ আইনে হস্তক্ষেপের চেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিতে ওই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মুসলিম নারীরা এ ব্যাপারে এক স্মারকলিপি ভারতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর উদ্দেশে সরকারি বিভাগীয় কর্মকর্তার মাধ্যমে হস্তান্তর করেছেন। এসডিএম আজাদ ভগত সিংয়ের হাতে ওই স্মারকলিপি তুলে দেয়া হয়।

বিএসপি’র সাবেক বিধায়ক মুহাম্মদ ইকবাল এবং শেখ ইসলাহ তাঞ্জিম কর্তৃক আয়োজিত ওই সমাবেশ ও প্রতিবাদ মিছিলে সব বয়সের নারী এমনকি শিশুসন্তান কোলে করে নিয়েও অনেকে ওই মিছিলে শামিল হয়েছিলেন। নারীদের ওই মিছিল বিজনৌর বাইপাস রোড, মহোল্লা পাতিয়াপাড়াসহ বিভিন্ন সড়ক অতিক্রম করে। সড়কে নারীদের উপরে পুষ্পবৃষ্টি করে স্বাগত জানানো হয়।

মুসলিম নারীরা বলেন, তিন তালাক ইস্যুতে শরীয়াহ আইনে কোনোভাবে হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। স্মারকলিপিতে বলা হয়েছে, মুসলিম শরীয়াহতে যে সমতা, অধিকার এবং সম্মান দেয়া আছে তার ছত্রছায়ায় থেকে আমাদের সমাজ সম্পূর্ণ সন্তুষ্ট। এ ব্যাপারে কোনো পরিবর্তন না করার জন্য আহ্বান জানানো হয়েছে।

মুসলিম নারীরা ‘শরীয়াহর আপত্তিকারীরা বিরত থাকুন’, ‘আমরা শরীয়াহয় পরিবর্তন বরদাস্ত করব না’, ‘শরীয়ায় কোনো পরিবর্তন সম্ভব নয়’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন। তারা শরীয়াহতে হস্তক্ষেপ করার পরিবর্তে দেশে সম্প্রীতি মজবুত করার কথা বলেন।

সূত্র: পার্সটুডে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ