ইকনা বার্তা সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, মাদাগাস্কারের শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের খবর জানিয়েছে। এসকল প্রতিষ্ঠান চাহিদা পূরণের অক্ষম হওয়ার কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মাদাগাস্কারের শিক্ষা মন্ত্রী 'বুল রুবারী' সেদেশের জাতীয় রেডিওতে এক সাক্ষাৎকারে বলেন, এই ১৬টি প্রতিষ্ঠান প্রথমে বেসরকারি মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। তবে বর্তমানে শুধুমাত্র কুরআন শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে।
এই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, মুসলিম প্রতিনিধিদের সাথে এসকল মাদ্রাসা বন্ধের কারণ সম্পর্কে আলোচনা করিছে। এই সিদ্ধান্ত বর্তমান সেমিস্টার শেষে হলে বাস্তবায়ন করা হবে।
মাদাগাস্কার বা মালাগাসি প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার একটি দেশ এবং ভারত মহাসাগরের একটি দ্বীপ।
৬ষ্ঠা থেকে ৯ম হিজরির মধ্যে মুসলিম অভিবাসীদের হিজরতের পর সেদেশের ইসলাম ধর্মের সূচনা হয়। পিউ রিসার্চ সেন্টার রিপোর্ট অনুযায়ী, মাদাগাস্কারে ২০১০ সালে ২ লাখ ২০ হাজার মুসলিম অধিবাসী ছিল এবং সেদেশের মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে উল্লেখ করেছে।
গিনেস বুকে নাম লেখানোর অপেক্ষায় হাতে লেখা পৃথিবীর দীর্ঘতম কুরআন