মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী গওহরডাঙ্গা মাদরাসার ৮৯তম মাহফিল শুরু আগামীকাল

উত্তর প্রদেশে গরু জবাই করলে আড়াই লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের মথুরা জেলার এক মুসলিম অধ্যুষিত গ্রামে পঞ্চায়েত থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে গরু জবাই করলে তাকে দুই লাখ ৫১ হাজার টাকা জরিমানা করা হবে।

আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমে প্রকাশ, মথুরা জেলার মডোরা গ্রামে সোমবার পঞ্চায়েত থেকে ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পঞ্চায়েতে অংশ নেয়া গ্রামের সাবেক প্রধান গফফার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মোট জরিমানার টাকা থেকে যারা গরু জবাই এবং গরু চুরি হওয়ার বিষয়ে তথ্য দেবে তাদের ৫১ হাজার টাকা দেয়া হবে।’

বর্তমান গ্রাম প্রধান উসমান বলেন, ‘ওই সিদ্ধান্তের প্রধান কারণ হল গরু জবাই এবং গরু চুরি বন্ধ করা।’ যখন তাকে জিজ্ঞেস করা হয় যারা জরিমানা দিতে পারবে না তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়া হবে?

জবাবে তিনি বলেন, ওই বিষয়ে এখনো   সিদ্ধান্ত নেয়া হয়নি। মডোরার জনসংখ্যার মধ্যে ৬৫/৭০ শতাংশই মুসলিম।

ওই পঞ্চায়েতে সিদ্ধান্ত নেয়া হয়েছে, যে তরুণীকে রাস্তায় ফোনে কথা বলতে দেখা যাবে তার কাছ থেকে ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হবে। এ ছাড়া ভেজাল মদ বিক্রেতাকে ১.১১ লাখ এবং মাতাল অবস্থায় ধরা পড়লে ৩১ হাজার টাকা জরিমানা দিতে হবে। যারা তাস এবং জুয়া খেলা করবে তাদের এক লাখ টাকা জরিমানা দিতে হবে। এ ব্যাপারে পাঁচ সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে সেখানে জরিমানার টাকা জমা করতে হবে। সামাজিক কাজে ওইসব অর্থ ব্যয় করা হবে বলে পঞ্চায়েত কর্মকর্তারা বলছেন।

উত্তর প্রদেশে উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে সেখানে বেআইনি কসাইখানা বন্ধ ও গরু জবাই-পাচার ইত্যাদিতে কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে। মডোরার ওই পঞ্চায়েত কার্যত ক্ষমতাসীন বিজেপি সরকারের সিদ্ধান্তকে ফলপ্রসূ করার স্বার্থে নেয়া হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

সূত্র: পার্সটুডে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ