মিশরে মুসলিম-খ্রিস্টান এক যৌথ শান্তি সম্মেলনে অংশ নিয়ে পোপ ফ্রান্সিস বলেন, স্রষ্টার নামে কখনো সন্ত্রাস চলতে পারে না।
পোপ ফ্রান্সিস গতকাল শুক্রবার ২৭ ঘন্টার এক সংক্ষিপ্ত সফরে মিশর যান। সেখানে মুসলিম-খ্রিস্টান শান্তি সম্মেলনে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, স্রষ্টা পবিত্র তার নামে সন্ত্রাস চলতে পারে না। যারা এটা করে তারা ভ্রান্ত।
৯ এপ্রিল মিশরে দুটি গির্জায় সন্ত্রাসি হামলায় অন্তত ৪৫ জন নিহত হওয়ার ঘটনায় পোপ ফ্রান্সিস এই ঝটিকা সফর করেন। এর আগে তিনি মিশরের প্রেসিডেন্ট জেনারেল আবদের ফাতাহ আল-সিসির সাতে সাক্ষাত করেন।
এসএস/