হাসান আল মাহমুদ: ঢাকাস্থ শরীয়তপুর উলামা পরিষদের উদ্যোগে 'আশ-শরীয়া' স্মারকগ্রন্থ মোড়ক উম্মোচন ও ঢাকাস্থ শরীয়তপুর দাওরা হাদিস ১৭'র ফারেগিন শিক্ষার্থীদের পাগড়ি প্রদান উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান গত ২৫ এপ্রিল ২০১৭ মঙ্গলবার বিকাল ৩ টায় রাজধানী ঢাকার ফার্মগেটের ভিক্টোরি ল' কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে রাজধানী ঢাকার বিভিন্ন মাদরাসা থেকে ২০১৭ এর দাওরায়ে হাদিস ফারেগিন নবীন ৫০জন আলেমদের পাগড়ি প্রদান করা হয়।
মোড়ক উম্মোচিত হয় কবি ও ছড়াশিল্পী আমিন হানিফ সম্পাদিত শিল্প-সাহিত্য, কবিতা, ছড়া, সংস্কৃতি-সভ্যতা, ধর্ম-দর্শন নানান বৈচিত্র্যের লেখায় ভরপুর ঢাকাস্থ শররীয়তপুর উলামা পরিষদের একটি চমৎকার মুগ্ধকর চার রঙ্গা 'আশ-শরীয়া' স্মরণিকা ।
ছড়াশিল্পী আমিন হানিফ এর উপস্থাপনা ও আল্লামা মুফতি আবদুস সামাদ কাসেমী'র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক, সাবেক মন্ত্রী ও কান্তা গ্রুপ অব কোম্পানীজের চেয়ারম্যান আলহাজ টি এম গিয়াস উদ্দিন আহমদ, বিশেষ অতিথি সুপ্রিম কোর্ট অব বাংলাদেশের অ্যাডভোকেট ড. মো. শাহ জালাল, প্রধান আলোচক বাংলাদেশ জাতীয় মুফতি বোর্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা খোরশেদ আলম।
আরো বক্তব্য রাখেন হা. মাও. মুফতি মফিজুল ইসলাম, মুফতি মুহাম্মদ জাকারিয়া, হা. মাও. মুফতি ইউনুস শরিফ, মুফতি হাবিবুল্লাহ সেলিম, ডা. মাও. আবু বকর সিদ্দিক, হাফেজ মাও. রকিবুদ্দিন কাসেমী, মাও. আবদুল খালেক শরীয়তপুরী, মাও. মুফতি মাহফুজুর রহমান, মুফতি মাহমুদুল হাসান শরিয়তপুরী ও মাও. মুফতি বাহা উদ্দিন। কুরআন তিলাওয়াত ও সঙ্গীত পরিবেশনা করেন ক্বারী সাইদুল ইসলাম আসাদ, শিল্পী আবু সুফিয়ান ও আব্দুল্লাহ আস সাকিব। শুভেচ্ছা বক্তব্য রাখেন মুফতি আবুল বাশার কাসেমী, হাফেজ মাও. কামরুল ইসলাম ও শিশু সাহিত্যিক নকীব মাহমুদ।
অনুষ্ঠানে আলোচকগণ উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে আলেমদের ইতিহাস, সমাজ ও দেশ-জাতির বিভিন্ন সেক্টরে আকাবির আলেমদের অবদান তুলে ধরে বলেন, হাজী শরীয়তুল্লাহ রহঃ এর নামে শরীয়তপুর জেলার আলেমদের কাছে দেশ-জাতি,সমাজের অনেক চাওয়া পাওয়া রয়েছে। প্রতি বছর শুধুমাত্র ঢাকা থেকে যেসব আলেম বের হচ্ছেন তাদেরকে ঢাকাস্থ শরীয়তপুর উলামা পরিষদ প্রতি বছর সংবর্ধনা দেবে এবং প্রবীণ আলেমদের সাথে এই নবীন আলেমদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ-জাতির সেবার চর্চা চালিয়ে যাবে।
শরীয়তপুর জেলায় সঠিক দ্বীনের পরিচর্যা বৃদ্ধি, সমাজের সকল স্তরের মানুষের জ্ঞানার্জনের সুবিধার্থে হাজি শরিয়তুল্লাহ পাঠাগার স্থাপন করাসহ শিক্ষা-দীক্ষা ইত্যাদি সামাজিক কাজে আলেমদের নিয়োজিত থাকার পরিধি বৃদ্ধির সুন্দর,গঠনমূলক আলোচনা এবং পরিষদ গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করা হয়।
মসজিদের জায়গায় নাট্যশালা করার উদ্যোগ, মুসল্লিদের ক্ষোভ