ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে উপজেলার গালাহার কানারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই যুবক হলেন সাকিব (১৮) ও শাকিল (২২)। তাঁদের বাড়ি উপজেলার রাজগাতী গ্রামে।
নান্দাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুজ্জামান জানান, সকালে দুই যুবক সিএনজিচালিত অটোরিকশায় করে হাঁসের বাচ্চা নিয়ে বাজারের উদ্দেশে যাচ্ছিলেন। পথে গালাহার কানারামপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ওই দুই যুবক ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করেছে। তবে ঘটনার পর বাসচালক পালিয়েছে।
এদিকে বৃহস্পতিবার বিকাল ৫ টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের হরিপাড়া নামক এলাকায় একটি দ্রুতগামী একটি হানিফ কোচ একটি আটো ভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আব্দুস সালাম ও যাত্রী আব্দুস সালাম নিহত হয়, আহত হয় ৩ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে আরও একজনের মৃত্যু হয়।
একই দিন দুপুরে দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার টিএন্ডটি মোড়ে ট্রাক চাপায় এক পথচারীর মৃত্যু হয়।
এসএস/