ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিজেপি হিন্দু ধর্মকে অপমান করছে, দাঙ্গা কখনো ধর্ম হতে পারে না।’
আজ (শুক্রবার) কোলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় সাংঠনিক নির্বাচনের এক ভাষণে তিনি ওই মন্তব্য করেন। মমতা আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী নির্বাচিত হন।
তিনি আজ দেশের স্বার্থে সমস্ত আঞ্চলিক দলগুলোর একজোট হওয়ার প্রয়োজনীয়তার উপরে গুরুত্ব আরোপ করেন।
তিনি হিন্দুত্ববাদী বিজেপিকে কঠোর ভাষায় আক্রমণ করে বলেন, ‘ওরা সাম্প্রদায়িক কুৎসা, অপপ্রচার চালাচ্ছে। মানুষ কি খাবে, কী পরবে সেটা ওরা ঠিক করার কে? স্বামী বিবেকানন্দ বলেছিলেন, হিন্দু ধর্ম সার্বজনীন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন ‘যত মত, তত পথ’। কুৎসা ও অপপ্রচার করে ওরা দেশের গণতন্ত্র ও সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে।’
মমতা বলেন, ‘বিজেপি বাংলা, পাঞ্জাব, তামিলনাড়ু, দিল্লিতে পরাজিত হয়েছে। গোয়া ও মণিপুরে ওরা কীভাবে সরকার গঠন করেছে তা সকলেই জানে।’
বিজেপিকে টার্গেট করে তিনি বলেন, ‘আমরা দাঙ্গার জন্য কারাগারে গেছি তাই আমরাও তোমাদেরও কারাগারে পাঠাব -এটাই ওদের মানসিকতা। ওরা (বিজেপি) শুধু ষড়যন্ত্র করে। অন্য রাজ্য থেকে লোক নিয়ে এসে ওরা বাংলায় সমস্যার সৃষ্টি করছে। আমাদের আরো সতর্ক হতে হবে। আমরা প্রতিহিংসাপরায়ণ রাজনীতি বরদাশত করব না। ভারত বৈচিত্র্যময় দেশ। আমরা কাউকে বিভাজনের রাজনীতি করতে দেব না।’
মমতা বলেন, ‘বিজেপি সোশ্যাল মিডিয়াতে কোটি কোটি টাকা ব্যয় করে। ভুয়া ফটো দেয় আর আমার কথাকে বিকৃত করে। ওদের মোকাবিলা করতে হবে। বাংলাদেশের ছবি, ভিডিও পোস্ট করে তা বাংলার বলে চালায়। ওরা গুজব ছড়াচ্ছে, ওতে কান দেবেন না।’
বিজেপি যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করছে বলে অভিযোগ করে মমতা বলেন, ‘গণমাধ্যম ওদের বিরুদ্ধে কথা বলছে না, ওদের কণ্ঠরোধ করে দিয়েছে। বিজেপি মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। আমরা সব ধর্মকে শ্রদ্ধা করি কিন্তু মানবিকতাই আমাদের প্রধান পরিচয়।’
মমতা বন্দ্যোপাধ্যায় আজ সুব্রত বকশিকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করেন। পশ্চিমবঙ্গই আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাবে বলে মমতা মন্তব্য করেন।
ভারতে হিন্দু তীর্থ যাত্রীদের আশ্রয় দিলো মাদরাসা