সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামকে মালদ্বীপে লালগালিচা অভ্যর্থনা মহানবীর আদর্শ অনুসরণ করলে আমাদের জীবন আলোকিত হবে : ধর্ম উপদেষ্টা বর্তমানে ‘উলূমুল হাদিস’-এর প্রয়োজনীয়তা বাংলাদেশের মতো সম্প্রীতি আশপাশের দেশে খুঁজে পাবেন না: ধর্ম উপদেষ্টা ‘গাজাবাসীর পাশে দাঁড়ানো উম্মাহর আবশ্যিক দায়িত্ব’ নারী কমিশনের প্রস্তাবে পতিত স্বৈরতন্ত্রের সুযোগ: গাজী আতাউর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের স্বীকৃতি পেল মসজিদুল হারাম ‘সংস্কার কমিশনের সুপারিশ নারী সমাজের জন্য চরম অবমাননাকর’ নারী বিষয়ক সংস্কার কমিশন দেশকে অস্থিতিশীল করতে চায়: খেলাফত মজলিস সরাসরি ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু করল ইউএস-বাংলা

দুর্বৃত্তের ছোড়া এসিডে গাইবান্ধায় মা ও মেয়ে দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় দুর্বৃত্তের ছোড়া এসিডে এক গৃহবধূ ও তার মেয়ে দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফ সাদুল্যাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সাদুল্যাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন। আহত ও স্থানীয়রা জানান, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই নারী ও তার মেয়ে ঘরের বাইরে বের হলে দুর্বৃত্তরা তাদের ওপর এসিড ছুড়ে পালিয়ে যায়। এতে মা ও মেয়ে মারাত্মকভাবে দগ্ধ হন। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদের পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা. সজীব কুমার বলেন, আহত গৃহবধূর হাত, পিঠ ও পাসহ শরীরের ১০ ভাগ দগ্ধ হয়েছে। আর তার মেয়ের উরুতে এসিড লেগে শরীরের ৪ ভাগ মতো জায়গা পুড়ে গেছে। তবে মা মেয়ে দুজনেই আশঙ্কামুক্ত। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত গৃহবধূ জানান, রাতে মেয়েকে নিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পেছনে গিয়েছিলেন তিনি। ফেরার পথে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাদের গায়ে এসিড ছুড়ে মারে। তবে তাদের চিনতে পারেননি তিনি।

সাদুল্যাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, বিষয়টি পুলিশ অবগত হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।

]টেকনাফে কুরআন প্রতিযোগিতায় ৩ লক্ষ টাকা পুরস্কার]

[আলেম সমাজ ঐক্যবদ্ধ হলে অনেক কিছুই অর্জন করা সম্ভব: আল্লামা আহমদ শফী]

এসএস/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ