nternetmedya.com ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা জানায় বলকান অঞ্চলের ৮ দেশের মুসলমানদের মাঝে ৫০ হাজার কুরআন শরিফ বিতরণের এ উদ্যোগ গ্রহণ করেছে তুরস্কের ধর্ম বিষয়ক ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের সভাপতি মুস্তাফা তুতকুন বিশ্বের সকল মুসলমানদের নিকট কুরআন শরিফ বিদ্যমান থাকার বিষয়ে তাগিদ করে বলেন: ‘হাদিয়াতুম মিন কুরআন’ শীর্ষক প্রকল্পের আওতায় এ নাগাদ ৭ লক্ষ ১৫২টি কুরআন শরিফ তুরস্কসহ অন্যান্য দেশে বিতরণ করা হয়েছে। বর্তমানে বহুসংখ্যক কুরআন শরিফ ছাপানোর চেষ্টায় রয়েছি আমরা।
এছাড়া বিভিন্ন ভাষায় পবিত্র কুরআনের অনুবাদও আমাদের কর্মসূচীর আওতাধীন।
তিনি বলেন: বলকান অঞ্চলের দেশগুলোতে বহুসংখ্যক মুসলমান বসবাস করেন। আর এ সকল দেশের মধ্যে বহুল প্রচলিত ভাষা হচ্ছে বসনিয়ান। এরই ভিত্তিতে, অনুবাদসহ ৫০ হাজার কুরআন শরিফ ছাপানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা আশাবাদি যে, অতি শীঘ্রই ছাপানোর কাজ শেষ হবে এবং আমরা বিতরণ শুরু করতে পারবো
[কাজী মু’তাসিম বিল্লাহ স্মারকগ্রন্থ প্রকাশ করলো মালিবাগ জামিয়া]
[টেকনাফ হ্নীলা দারুস-সুন্নাহ মাদ্রাসার খতমে বুখারী অনুষ্টান সম্পন্ন]
এসএস/