মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


সংবিধান লঙ্ঘনের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিদেশি সরকারের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে একটি অলাভজনক প্রতিষ্ঠান।

মঙ্গলবার ম্যানহাটনের ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে এই মামলা করা হয়। খবর রয়টার্সের।

অভিযোগে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের তার হোটেল ও রেস্তোরায় বিদেশি সরকারের অর্থ গ্রহণ করেছেন। এর মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প সংবিধানের আইন লঙ্ঘন করেছেন।

সিটিজেনস ফর রেসপন্সিবেলিটি অ্যান্ড এথিকস নামের সংস্থাটি সংশোধিত মামলা দায়ের করেছে। নতুন করে করা মামলায় একটি হোটেল ব্যবসায়ী গ্রুপকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত ২৩ জানুয়ারি সংস্থাটি এ নিয়ে মামলা করলেও তার কোনো আইনগত ভিত্তি ছিল না। নতুন মামলার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প ২৩ এপ্রিল জবাব দিতে পারেন।

নারীর যৌন নিগ্রহ! বিশ্ব ও বাংলাদেশ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ