সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামকে মালদ্বীপে লালগালিচা অভ্যর্থনা মহানবীর আদর্শ অনুসরণ করলে আমাদের জীবন আলোকিত হবে : ধর্ম উপদেষ্টা বর্তমানে ‘উলূমুল হাদিস’-এর প্রয়োজনীয়তা বাংলাদেশের মতো সম্প্রীতি আশপাশের দেশে খুঁজে পাবেন না: ধর্ম উপদেষ্টা ‘গাজাবাসীর পাশে দাঁড়ানো উম্মাহর আবশ্যিক দায়িত্ব’ নারী কমিশনের প্রস্তাবে পতিত স্বৈরতন্ত্রের সুযোগ: গাজী আতাউর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের স্বীকৃতি পেল মসজিদুল হারাম ‘সংস্কার কমিশনের সুপারিশ নারী সমাজের জন্য চরম অবমাননাকর’ নারী বিষয়ক সংস্কার কমিশন দেশকে অস্থিতিশীল করতে চায়: খেলাফত মজলিস সরাসরি ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু করল ইউএস-বাংলা

ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ করতে গিয়ে ভাসুর খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টাঙ্গাইলের নাগরপুরে ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ করতে গিয়ে মিজানুর রহমান (৩৮) নামে এক যুবক খুন হয়েছেন।

সোমবার দিনগত মধ্য রাতে উপজেলার ভাদ্রা ইউনিয়নের গাংবিহালী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশু পুত্রসহ ওই গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাংবিহালী গ্রামের সাইফুল ইসলাম ঢাকায় বই বাধাইয়ের কাজ করেন। তার স্ত্রী বুলবুলি আক্তার (২৪) চার বছর বয়সী শিশুপুত্র সোলায়মানকে নিয়ে বাড়িতেই থাকেন। ঘটনার দিন গৃহবধূর স্বামী সাইফুল বাড়িতে না থাকার সুযোগে ভাসুর মিজান রাত ১টার দিকে ওই গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে।

এসময় দুজনের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে ওই গৃহবধূ তার ঘরে থাকা লোহার সাবল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মিজান মারা যান।

হত্যার বিষয়টি স্বীকার করে ওই গৃহবধূ জানান, বিয়ের পর থেকেই তিনি তার ভাসুরের যৌন লালসার শিকার হয়ে আসছেন। বিভিন্ন সময় সুযোগ পেলেই মিজান তাকে যৌন নিপীড়ন করত।

এ ব্যাপারে স্থানীয়ভাবে একাধিক শালিস বৈঠক হলেও তিনি (মিজান) নিজেকে সংশোধন না করে আরও বেপরোয়া হয়ে উঠেছিলেন।

তিনি বলেন, নিজের সতিত্ব রক্ষায় বাধ্য হয়ে তাকে আঘাত করেছি। হত্যার উদ্দেশ্য ছিল না।

নাগরপুর থানার ওসি জহিরুল ইসলাম মিডিয়াকে জানান, এ ব্যাপারে নাগরপুর থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে টাঙ্গাইলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মুহাম্মদ শাহাদাৎ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

৫ম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষক


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ