মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


মার্কিন নাগরিকদের মানসিক ব্যাধি বাড়ছে: জরিপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমেরিকার নাগরিকরা অতীতের কয়েক দশকের তুলনায় অধিক হারে মানসিক রোগে ভুগছেন। সম্প্রতি চালানো এক জরিপে এ তথ্য ওঠে এসেছে।

জরিপের ফলাফল সাইকিয়াট্রিক সার্ভিসেস নামের জার্নালে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ল্যাংগোন মেডিক্যাল সেন্টার ২০০৬ থেকে ২০১৪ পর্যন্ত ১৮ থেকে ৬৪ বছর বয়সী পূর্ণ বয়সীদের রোগীদের বিশ্লেষণ করেছে।

রোগীদের বিশ্লেষণ করার সময়ে ১৮টি বিষয়ে বিবেচনা করা হয়েছে। আর এর ভিত্তিতে ধরা পড়ে যে আমেরিকার মোট জনসংখ্যার ৩.৪ শতাংশ অর্থাৎ ৮৩ লাখ মার্কিন নাগরিক মারাত্মক মানসিক পীড়ন বা এসপিডি’তে ভুগছেন। এ সব ব্যক্তি দুঃখবোধে ভুগছেন বা নিজেদেরকে মূল্যহীন মনে করছেন। কিংবা ভুগছেন অস্থিরতায়। এ সব অনুভূতি বিপজ্জনক রূপ নিয়েছে এবং দৈনিক স্বাস্থ্য বজায় রাখার পথে বাধা সৃষ্টি করছে।

এর আগে চালানো জরিপে এ জাতীয় সমস্যায় ভোগা মার্কিনীদের সংখ্যা ৩ শতাংশ বা তারচেয়ে কম বলে উঠে এসেছিল। কিন্তু নতুন জরিপে সে সংখ্যা বেড়ে ৩.৪ শতাংশে পৌঁছেছে বলে দেখা গেছে।

এ ছাড়া, এসপিডি’তে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়লেও এ সংক্রান্ত চিকিৎসার সুযোগ কমেছে বলে নতুন জরিপে ধরা পড়েছে। এতে দেখা গেছে, এসপিডি’তে আক্রান্ত প্রতি ১০ জনের মধ্যে এক জনের চিকিৎসার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য বিমা নেই।

প্রতি বছর আমেরিকায় আত্মহত্যার বাড়ছে এবং এ সংখ্যা বর্তমানে ৪৩ হাজার পৌঁছেছে। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় ল্যাংগোন মেডিকেল সেন্টারের গবেষণা বিষয়ক ব্যবস্থাপক জুডিথ ওয়েসম্যান বলেছেন, আমেরিকায় আত্মহত্যার সংখ্যা বাড়ার কারণ হয়ত ব্যাখ্যা করবে নতুন এ জরিপ।

সূত্র: পার্সটুডে

যেখানে রাষ্ট্রপতি ছাগল চরান, প্রধানমন্ত্রী মুদি দোকানি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ