মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


আপনারা গোরক্ষা করতে পারেন, নারীদের নয়: জয়া বচ্চন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজ্যসভার সদস্য জয়া বচ্চন কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করেছেন এই বলে যে, এই সরকার গোরক্ষা করতে সক্ষম, কিন্তু মহিলাদের নয়৷ সঙ্গে ছিল মমতা ব্যানার্জির মাথার উপর বিজেপি সদস্যের পুরস্কার ঘোষণা নিয়ে তীব্র ভর্ৎসনা৷

সত্যজিৎ রায়ের ‘মহানগর', কিংবা ‘গুড্ডি'-র সেই শিশু অভিনেতা আজ একজন প্রবীণ রাজনীতিক, যিনি ক্রুদ্ধ হতে জানেন এবং সেই ক্রোধ প্রকাশ করতে জানেন৷ বাজেট সেসনের শেষ দিনে জয়া বচ্চনকে দেখা গেল তাঁর এই নতুন ভূমিকায়, চিত্রনাট্য ছাড়াই৷

‘‘মহিলাদের সুরক্ষার জন্য সরকারের জোরালো পদক্ষেপ নেওয়া উচিত৷ আপনারা গোরক্ষা করতে পারেন, কিন্তু মহিলাদের বিরুদ্ধে বর্বরতা আগের মতোই চলেছে'', বলেন বচ্চন৷

বচ্চনের রোষের দ্বিতীয় কারণ ছিল এই যে, ভারতীয় জনতা যুব মোর্চার সদস্য যোগেশ বার্ষণেয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হত্যার হুমকি দিয়েছেন৷ বার্ষণেয় ব্যানার্জিকে বীরভূমের হনুমান জয়ন্তী সমাবেশের উপর পুলিশি হামলার জন্য দায়ী করেন এবং বলেন যে, ঐ ভিডিও দেখবার পর তাঁর মনে হয়েছে, ‘কেউ যদি আমাকে মমতা ব্যানার্জির মাথাটা এনে দেয়, তাহলে আমি তাকে ১১ লাখ টাকা দেব৷'

এই প্রসঙ্গে জয়া বচ্চন প্রশ্ন তোলেন, ‘‘একজন মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের মন্তব্য কীভাবে করা সম্ভব? পরিবেশ তো ইতিমধ্যেই মহিলাদের জন্য নিরাপদ নয়৷''

বিজেপি অবশ্য ইতিমধ্যেই বার্ষণেয়র মন্তব্য প্রত্যাখ্যান করে সংসদে তার নিন্দা করেছে৷ সুত্র:ডয়চে ভেলে।

রাবি’তে ভাস্কর্য ভাঙ্গেনি; দাবি আদায়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে ছাত্ররা

বেনাপোল সীমান্ত চেকপোস্টে ছেলের শোকে মারা গেলেন বাবা!

এসএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ