শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী

রাজশাহীতে মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজশাহী: রাজশাহী মহানগরীর মালদাহ কলোনি বখতিয়াবাদ এলাকার দারুস সুন্নাহ ইসলামী মাদরাসা থেকে রায়হান হোসেন (১০) নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে।

এ ঘটনায় মাদরাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে রোববার (১৬ এপ্রিল) মহানগরীর বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি করেছে তার পরিবার। রায়হান রাজশাহীর তানোর উপজেলার গোকুল গ্রামের লিটন হোসেনের ছেলে।

রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বাংলানিউজকে বলেন, নিখোঁজ ছাত্র রায়হানের মা বেবি বেগম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বর্তমানে সম্ভাব্য সব স্থানে শিশুটির খোঁজ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত সন্ধান মেলেনি।

ওসি বলেন, রায়হান মালদাহ কলোনি বখতিয়াবাদ এলাকার দারুস সুন্নাহ ইসলামী মাদরাসার আবাসিক ছাত্র। গত ৭ এপ্রিল রায়হানের সঙ্গে দেখা করার জন্য দাদি জাহানারা বেগম মাদরাসায় যান। পরে খাবার কিনে দিয়ে রায়হানকে মাদরাসায় রেখে আসেন।

কিন্তু ১৪ এপ্রিল মা বেবি বেগম, দাদি জাহানারা বেগম ও ফুপু পারুল রায়হানের সঙ্গে দেখা করতে গেলে তারা জানতে পারেন গত ৭ এপ্রিল থেকেই রায়হান নিখোঁজ।

অথচ কর্তৃপক্ষ বিষয়টি পরিবারের কাছে গোপন রাখে। এজন্য মাদরাসা কর্তৃপক্ষের বিরুদ্ধেও দায়িত্বে অবহেলার অভিযোগ করেছেন তার মা। মাদরাসা কর্তৃপক্ষকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান বোয়ালিয়া থানার এ পুলিশ কর্মকর্তা।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ