সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জামায়াতের সঙ্গে মতভিন্নতা আছে, শত্রুতা নয়: মাওলানা ফজলুর রহমান মসজিদে নববীর ইমামকে মালদ্বীপে লালগালিচা অভ্যর্থনা মহানবীর আদর্শ অনুসরণ করলে আমাদের জীবন আলোকিত হবে : ধর্ম উপদেষ্টা বর্তমানে ‘উলূমুল হাদিস’-এর প্রয়োজনীয়তা বাংলাদেশের মতো সম্প্রীতি আশপাশের দেশে খুঁজে পাবেন না: ধর্ম উপদেষ্টা ‘গাজাবাসীর পাশে দাঁড়ানো উম্মাহর আবশ্যিক দায়িত্ব’ নারী কমিশনের প্রস্তাবে পতিত স্বৈরতন্ত্রের সুযোগ: গাজী আতাউর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের স্বীকৃতি পেল মসজিদুল হারাম ‘সংস্কার কমিশনের সুপারিশ নারী সমাজের জন্য চরম অবমাননাকর’ নারী বিষয়ক সংস্কার কমিশন দেশকে অস্থিতিশীল করতে চায়: খেলাফত মজলিস

রাজশাহীতে মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজশাহী: রাজশাহী মহানগরীর মালদাহ কলোনি বখতিয়াবাদ এলাকার দারুস সুন্নাহ ইসলামী মাদরাসা থেকে রায়হান হোসেন (১০) নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে।

এ ঘটনায় মাদরাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে রোববার (১৬ এপ্রিল) মহানগরীর বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি করেছে তার পরিবার। রায়হান রাজশাহীর তানোর উপজেলার গোকুল গ্রামের লিটন হোসেনের ছেলে।

রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বাংলানিউজকে বলেন, নিখোঁজ ছাত্র রায়হানের মা বেবি বেগম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বর্তমানে সম্ভাব্য সব স্থানে শিশুটির খোঁজ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত সন্ধান মেলেনি।

ওসি বলেন, রায়হান মালদাহ কলোনি বখতিয়াবাদ এলাকার দারুস সুন্নাহ ইসলামী মাদরাসার আবাসিক ছাত্র। গত ৭ এপ্রিল রায়হানের সঙ্গে দেখা করার জন্য দাদি জাহানারা বেগম মাদরাসায় যান। পরে খাবার কিনে দিয়ে রায়হানকে মাদরাসায় রেখে আসেন।

কিন্তু ১৪ এপ্রিল মা বেবি বেগম, দাদি জাহানারা বেগম ও ফুপু পারুল রায়হানের সঙ্গে দেখা করতে গেলে তারা জানতে পারেন গত ৭ এপ্রিল থেকেই রায়হান নিখোঁজ।

অথচ কর্তৃপক্ষ বিষয়টি পরিবারের কাছে গোপন রাখে। এজন্য মাদরাসা কর্তৃপক্ষের বিরুদ্ধেও দায়িত্বে অবহেলার অভিযোগ করেছেন তার মা। মাদরাসা কর্তৃপক্ষকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান বোয়ালিয়া থানার এ পুলিশ কর্মকর্তা।

এসএস/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ