বেসরকারি ব্যবস্থাপনায় যেসব ব্যক্তি হজে যাবেন, তাদের সোমবার (১৭-০৪-২০১৭) বিকাল ৫টার মধ্যে হজের নিবন্ধন শেষ করতে হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
প্রাক-নিবন্ধিত এক লাখ ৪০ হাজার ৯৯৫ নম্বর ক্রমিক থেকে দুই লাখ ১৭ হাজার ২৮৮ পর্যন্ত ক্রমিক নম্বরের ব্যক্তিদের এ চুড়ান্ত নিবন্ধন শেষ করতে হবে। অন্যথায় অপেক্ষমাণ তালিকা থেকে নিবন্ধন চূড়ান্ত করা হবে।
ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৬ সালে প্রাক-নিবন্ধিত অবশিষ্ট হজযাত্রী এবং ২০১৭ সালে প্রাক-নিবন্ধিত হজযাত্রী রয়েছেন, যাদের ক্রমিক নম্বর এক লাখ ৪০ হাজার ৯৯৫ থেকে দুই লাখ ১৭ হাজার ২৮৮-এর মধ্যে রয়েছে তাদের আগামীকাল (১৭-০৪-২০১৭) সোমবার বিকাল ৫টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। এ সময়ের মধ্যে নিবন্ধনে ব্যর্থ হলে পরবর্তী অপেক্ষমাণ তালিকা থেকে ক্রম অনুযায়ী কোটার সমসংখ্যক প্রাক-নিবন্ধিত হজে গমনেচ্ছুকে নিবন্ধনের জন্য আহ্বান করা হবে।
বাংলাদেশে ধর্মীয় কারণে জঙ্গিবাদ হচ্ছে না: আইজিপি
দলবদ্ধভাবে হজ্জে গেলে নারীদের মাহরাম লাগবে কী?
আরআর