আওয়ার ইসলাম: বাংলাদেশে হিন্দু মুসলিমদের মাঝে ভ্রাতৃত্ববোধ আছে। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা আছে কিন্তু ভারতে মুসলিম সংখ্যালঘুদের নিরাপত্তা এবং অধিকার নেই।
আজ সকালে প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী এ কথা বলেন। আদর্শ নাগরিক আন্দোলন নামে একটি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে। তিনি বলেন, এদেশের মানুষের মাঝে পরস্পর ধর্মীয় বিরোধ নেই। তারা ভ্রাতৃত্ববোধে ঐক্যবদ্ধ রয়েছে। কিন্তু ভারত চায় না বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকুক।
বাংলাদেশে কোনো সংখ্যালঘু অধিকার বঞ্চিত নয় উল্লেখ করে তিনি উদাহারণ টেনে বলেন বাংলাদেশে হিন্দু সম্প্রদায় সংখ্যার দিক থেকে ৮ পার্সেন্ট কিন্তু বাংলাদেশের একশো সচিব পর্যায়ের আমলার মধ্যে ৩২ জনই হিন্দু সম্প্রদায়ের। তারা যোগ্যতার মাধ্যমে হয়েছে কিন্তু ভারতের মুসলমানরা যোগ্যতা থাকলেও অধিকার পায় না।
পশ্চিমবঙ্গের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে ৩০ পার্সেন্ট সংখ্যালঘু মুসলমান কিন্তু একজনও সচিব নেই। উত্তর প্রদেশে ২০ পার্সেন্ট মুসলমান কিন্তু একজন সংসদ সদস্যও নেই। এমনকি নিজের ধর্ম পালনেও রয়েছে বিধিনিষেধ।
কওমি মাদরাসার স্বীকৃতি প্রসঙ্গে তিনি বলেন, কওমি মদরাসার ছাত্ররা উচ্চ শিক্ষার স্বীকৃতি পেয়েছে এটা অবশ্যই ভালো উদ্যোগ। এটার প্রয়োজন রয়েছে তবে কওমি মাদরাসার শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং উন্নতির প্রয়োজন। বিশেষ করে বাংলা, ইংরেজি ও বিজ্ঞান পড়ানো জরুরি।
তিনি প্রশ্ন রেখে বলেন, ইসলামে কী বিজ্ঞান পড়ার অনুমতি নেই? ইসলাম অনুমোদন সাপেক্ষে বিজ্ঞান কেন পড়ানো যাবে না। এ ব্যপারের সংশ্লিষ্টরা ভাববেন এবং তাহলেই মাসার্স এর মর্যাদা রক্ষা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি, বিকল্পধারার সভাপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। বিশেষ অতিথি হিসেব আরো বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, বিশিষ্ট কলামিস্ট ও লেখক সাবেক সাংসদ গোলাম মাওলা রনি এবং আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক এডভোকেট আলআমিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনূর ইসলাম শাহীন সহ কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা থেকে আগত অন্যান্য নেতৃবৃন্দ।
এসএস