মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

বন্ধু বেশে কেউ প্রভু হতে পারে না; খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাাম: বন্ধু বেশে কেউ প্রভু হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

বাংলা নববর্ষ উপলক্ষে গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে খালেদা জিয়া এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির চেয়ারপারসন দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান। দেশের অগ্রগতি ও স্থিতিশীলতা নববর্ষে মানুষের প্রত্যাশা মন্তব্য করে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান জানান তিনি। তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলেই অতিদ্রুত দেশের উন্নতি করা সম্ভব।

খালেদা জিয়া বলেন, ‘বিএনপি সব সময় জনগণের কল্যাণ এবং জাতীয় ঐক্যে বিশ্বাস করি এবং জাতীয়ভাবে ঐক্যবদ্ধ থাকলেই অতিদ্রুত দেশের উন্নতি করা সম্ভব। আমরা দেশ থেকে বিদায় করব সন্ত্রাস, আমরা দেশ থেকে বিদায় করব গুম, খুন, হত্যা, জঙ্গি হামলা এবং নানা রকম ষড়যন্ত্র।’

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসন বলেন, এই সফরে দেশের মানুষের প্রাপ্তি শূন্য। তিস্তার পানির ন্যায্য হিস্যাসহ দেশের স্বার্থরক্ষায় প্রধানমন্ত্রী দরকষাকষি করতে পারেননি ।

খালেদা জিয়া বলেন, ‘নিজের দেশের মানুষের জন্য কিছু না করে, দেশের মানুষের স্বার্থের কথা না চিন্তা করে, আজকে নিজের দেশের সব কিছু অন্যের কাছে দিয়ে এসেছেন এবং তার বিনিময়ে কিছুই আনতে পারেন নাই।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী ‘যদি সাহস করে শুধু একটা কথা বলতে পারতেন যে, এই চুক্তি এবং এমওইউ (সমঝোতা স্মারক) আমাদের দেশের মানুষের সঙ্গে আলাপ করেই আমরা করব। কিন্তু আপনারা যদি আমাকে তিস্তার পানির ন্যায্য হিস্যা দেন, তাহলে আমি এমওইউ করতে রাজি আছি। অন্যথায় আমি করব না’

‘এতটুকু বললে আমরা সবাই তাঁর পাশে থেকে তাঁকে সাহস এবং সমর্থন দিতাম। কেউ যদি আমাদের বন্ধুর বেশে প্রভু হতে চায়, সেটা আমরা কখনো মেনে নেব না।’

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ