আওয়ার ইসলাম : কোনো প্রকার অঘটন ছাড়াই পহেলা বৈশাখ উদযাপন করতে পারায় আল্লাহর শুকরিয়া আদায়া করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নানা ধরনের হুমকি আমরা পেয়েছিলাম। তখন কাউকে বলিনি। অনেক ধরনের হুমকি আমাদের কাছে এসেছিল; এটা হবে, ওটা হবে। আল্লাহর কোথাও কোনো অঘটন ঘটে নাই।’
শনিবার উচ্চ আদালতের বিচারপতিদের আবাসনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। তারা এত সক্রিয় ছিল যে, অত্যন্ত শান্তিপূর্ণভাবে সমগ্র বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে আমাদের নববর্ষ উদযাপন করা হয়েছে।’
উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপনে স্বস্তি প্রকাশ করে শেখ হাসিনা বলেন, “আল্লাহর রহমতে কোথাও কোনো অঘটন ঘটে নাই।”
-এআরকে
জাতীয় ঈদগাহের পাশে গ্রিক ভাস্কর্য স্থাপনে স্বকীয়তা ক্ষুণ্ন হয়েছে: হাসান মাহমুদ
কওমি শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন ও নিয়ম-শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হবে: ওবায়দুল কাদের