সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জামায়াতের সঙ্গে মতভিন্নতা আছে, শত্রুতা নয়: মাওলানা ফজলুর রহমান মসজিদে নববীর ইমামকে মালদ্বীপে লালগালিচা অভ্যর্থনা মহানবীর আদর্শ অনুসরণ করলে আমাদের জীবন আলোকিত হবে : ধর্ম উপদেষ্টা বর্তমানে ‘উলূমুল হাদিস’-এর প্রয়োজনীয়তা বাংলাদেশের মতো সম্প্রীতি আশপাশের দেশে খুঁজে পাবেন না: ধর্ম উপদেষ্টা ‘গাজাবাসীর পাশে দাঁড়ানো উম্মাহর আবশ্যিক দায়িত্ব’ নারী কমিশনের প্রস্তাবে পতিত স্বৈরতন্ত্রের সুযোগ: গাজী আতাউর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের স্বীকৃতি পেল মসজিদুল হারাম ‘সংস্কার কমিশনের সুপারিশ নারী সমাজের জন্য চরম অবমাননাকর’ নারী বিষয়ক সংস্কার কমিশন দেশকে অস্থিতিশীল করতে চায়: খেলাফত মজলিস

মেহেরপুরের পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেহেরপুরের গাংনীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছে। এদের একজনের নাম শিপন হোসেন ও আরেকজনের নাম আলমগীর হোসেন। পুলিশের দাবি তারা দুজন এলাকার চিহিৃত চাঁদাবাজ।

বৃহস্পতিবার দিবাগত রাত  ৩ টার দিকে গাংনী উপজেলার মালসাদহ-হাড়িয়াদহ সড়কের সরোয়ারের এসবি ইটভাটা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ জানায় ঘটনাস্থল থেকে অস্ত্র গুলি বোমা ও দেশীয় রামদা উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনায় ৪ জন পুলিশ আহত হয়েছে।

নিহত শিপন গাংনী উপজেলার দুলালনগর গ্রামের মাদার আলীর ছেলে এবং আলমগীর হোসেন পার্শ্ববর্তি চাঁদপুর গ্রামের আবেদ আলীর ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মালসাদহ-হাড়িয়াদহ সড়কের সরোয়ারের ইটভাটায় কয়েকজন চাঁদাবাজ চাঁদা নিতে আসছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় চাঁদাবাজরা উপস্থিতি টের পেয়ে পুলিশ কে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে শিপন ও আলমগীরকেকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশের এসআই শংকর কুমার ঘোষ, এএসআই রফিক, কনষ্টেবল মতিউর, কনষ্টেবল খাইরুল আহত হয়েছে। আহতরা গাংনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে দুটি শক্তিশালী বোমা, একটি এলজি শার্টারগান, দু রাউন্ড গুলি ও দুটি দেশীয় রামদা উদ্ধার করা হয়েছে।

গাংনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সজিব উদ্দীন জানান, হাসপাতালে আসার পূর্বেই গুলিবিদ্ধ দুই যুবকের মৃত্যু হয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ